এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার হোয়াটসঅ্যাপের মতন দেশীয় মেসেজিং অ্যাপের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী, চাপ বাড়ছে কি হোয়াটসঅ্যাপের ওপর?

এবার হোয়াটসঅ্যাপের মতন দেশীয় মেসেজিং অ্যাপের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী, চাপ বাড়ছে কি হোয়াটসঅ্যাপের ওপর?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে হোয়াটসঅ্যাপ একটি অতি পরিচিত সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ। কিন্তু বিগত দিনে এই হোয়াটসঅ্যাপের বেশ কিছু জটিলতা সামনে এসেছে, যার ফলে জনপ্রিয়তম যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত হোয়াটসঅ্যাপ কিছুটা পিছিয়ে পড়েছে। নতুন প্রাইভেসি পলিসি নিয়ে বিতর্ক হোয়াটসঅ্যাপের দিকে তুলেছে একাধিক অভিযোগ। আর তাই কোনো বিতর্কে না গিয়ে এবার কেন্দ্রীয় সরকারের হাত ধরে মেসেজিং অ্যাপ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে সন্দেশ। না এ সন্দেশ খাবারের জন্য নয়, এ সন্দেশ সামনে আসবে মেসেজিং অ্যাপ হিসাবে। একেবারে দেশীয় প্রযুক্তিতে এই অ্যাপ তৈরি করেছে দা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার।

এই তথ্য দিয়েছেন ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। দেশের প্রথম মেসেজিং অ্যাপ হবে এই সন্দেশ। তবে সরকারি কর্মীদের মধ্যে কথাবার্তা বলার জন্য এই অ্যাপ ব্যবহার করা হচ্ছে। যে সমস্ত এজেন্সিগুলি সরকারের সঙ্গে যুক্ত, তাঁদের সঙ্গেও এই অ্যাপের মাধ্যমে কথাবার্তা চলছে। ইমেইল কিংবা ফোন নাম্বারের সাহায্যে এই অ্যাপ ব্যবহার করা যাবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী এদিন লোকসভায় জানিয়েছেন, যেকোনো ধরনের কথাবার্তা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অ্যাপটি অসাধারণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি এই অ্যাপটি অত্যাধিক সুরক্ষায় মোড়া বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কার্যত জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপের মতনই সমস্ত সুযোগ সুবিধা রয়েছে সন্দেশে। এই সরকারি হওয়ার জন্য ই-গভ অ্যাপ্লিকেশন রয়েছে। যার ফলে সরকারি ক্ষেত্রে আবেদন করা যাবে। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে সহজেই এই সন্দেশ অ্যাপ ডাউনলোড করে নেওয়া যাবে, কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকে জানা গিয়েছে সন্দেশ হলো সরকারের একটি প্রয়াস, যা আগামী দিনে দেশীয় প্রযুক্তিতে আরও কিছু তৈরি করতে উৎসাহ দেবে বলে মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, বিভিন্ন সফটওয়্যার বানাতেও এই অ্যাপ সাহায্য করবে বলে জানা গেছে। অন্যদিকে কিছুদিন আগেই টুইটারকে টেক্কা দিতে একটি অ্যাপ তৈরি করে ভারত। নাম দেওয়া হয় কু। সে জায়গায় দাঁড়িয়ে এবার দেখার হোয়াটসঅ্যাপের মতন জনপ্রিয় মেসেজিং অ্যাপকে দেশীয় পদ্ধতিতে তৈরি সন্দেশ কতটা টেক্কা দিতে পারে। তবে সন্দেশের জনপ্রিয়তার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবেন নেটিজেনরা। তাই এই সন্দেশ নেটিজেনরা কতটা ব্যবহার করছেন, সেদিকেও নজর রাখা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!