এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > এবার ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের জেনে নিন !

এবার ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বড়সড় ঘোষণা কেন্দ্রের জেনে নিন !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট লকডাউনের প্রাথমিক অবস্থা থেকেই দেশজুড়ে সমস্ত অফিস কাছারি, স্কুল-কলেজ বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ হয়ে পড়েছিল গৃহবন্দি। এই অবস্থায় দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার উপক্রম হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে বহু অফিস শুরু করে work-from-home এর কর্মসংস্কৃতি। এই অবস্থায় প্রথমদিকে কিছুটা অসুবিধা হলেও বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে অনেকেই বেশ অভ্যস্ত হয়ে গেছেন work-from-home এর কার্যপদ্ধতিতে।

এতদিন পর্যন্ত দেশের আইটি সেক্টরগুলির কাছে কেন্দ্রীয় সরকারের নির্দেশ ছিল জুলাই মাস পর্যন্ত তাঁরা কর্মচারীদের work-from-home ভিত্তিতে কাজ করাতে পারবে। কিন্তু সারাদেশে করোনা যেভাবে মারাত্মক ভাবে ছড়িয়ে পড়ছে, সেদিকে গুরুত্ব রেখে এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আইটি সেক্টরের work-from-home এর সময়সীমা বাড়িয়ে দেওয়া হল। টেলিকম ডিপার্টমেন্ট এর পক্ষ থেকে আইটি এবং আইটিইএস ইন্ডাস্ট্রিগুলিকে এ বছরের ডিসেম্বর মাস পর্যন্ত work-from-home এর অনুমতি দিয়েছে।

মঙ্গলবার রাতে টেলিকম সংস্থার পক্ষ থেকে টুইট করে এই নির্দেশ জানানো হয়েছে। ডিওটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে আইটি সেক্টরের প্রায় 85% কর্মী বাড়ি থেকেই কাজ করছেন। শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজ করার জন্য কিছু সংখ্যক কর্মী অফিসে উপস্থিত হচ্ছেন। তবে সরকারের তরফ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা যেভাবে বাড়ানো হয়েছে, তা নিয়ে যথেষ্ট খুশি প্রকাশ করেছে আইটি সেক্টরের কর্মীরা। ইতিমধ্যে উইপ্রোর চেয়ারম্যান রিশদ প্রেমজি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের এই সিদ্ধান্তের জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে ন্যাসকম এর তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এপ্রিল মাস থেকেই দেশের আইটি সংস্থার প্রায় 90% কর্মী work-from-home এর ওপর ভিত্তি করে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এক্ষেত্রে কর্মী সুরক্ষাকেই গুরুত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, করোনা মহামারী শেষ হয়ে যাবার পরেও work-from-home মডেল ফলো করতে পারে বেশ কিছু সংস্থা। কারণ work-from-home এর কারণে খরচার পরিমাণ অনেক কমে গেছে অফিসগুলির।

অন্যদিকে দেশজুড়ে যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে তা নিয়ে রীতিমত চিন্তিত কেন্দ্রীয় সরকার। পরিস্থিতি আয়ত্তে আনতে সবরকম ব্যবস্থা গ্রহণ করলেও পরিস্থিতির যে বিশেষ কোন উন্নতি হচ্ছে না সে ব্যাপারে একমত বিশেষজ্ঞরা। এদিকে দেশে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কাকেও দূরে সরানো যাচ্ছেনা। আর সে জায়গায় দাঁড়িয়ে তথ্যপ্রযুক্তির সঙ্গে যুক্ত কর্মচারীরা আগামী ডিসেম্বর পর্যন্ত work-from-home এর যে সুযোগ পেলেন তা যথেষ্ট কার্যকর হবে বর্তমান সময়ের নিরিখে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!