এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার ইয়াসের ত্রাণবন্টন নিয়ে এবার জোর দুর্নীতির আওয়াজ তৃণমূলেরই অন্দর থেকে, গোষ্ঠীদ্বন্দের প্রবল গুঞ্জন

এবার ইয়াসের ত্রাণবন্টন নিয়ে এবার জোর দুর্নীতির আওয়াজ তৃণমূলেরই অন্দর থেকে, গোষ্ঠীদ্বন্দের প্রবল গুঞ্জন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব চিন্তার ভাঁজ ফেলেছিল শীর্ষ নেতৃত্বে্র কপালে। ভোট মিটে গেলেও কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা এখনও রয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে এবং একাধিকবার তা প্রকাশ্যে আসছে অস্বস্তিজনকভাবে। এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ব্যাপক উত্তেজনা ছড়ালো সাতগাছিয়া বিধানসভায়। কার্যত ইয়াসের ত্রাণ বন্টন ঘিরে স্বজনপোষণ ও দুর্নীতির অভিযোগ উঠল জেলা পরিষদ সভাপতি সামিমা শেখের বিরুদ্ধে। আর এই নিয়েই কার্যত উত্তাল এলাকা। অন্যদিকে অভিযোগ ঝেড়ে ফেলতে এবার নিজেই ত্রাণ বন্টন করতে দেখা গেল জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখকে।

প্রসঙ্গত জানা গিয়েছে, দক্ষিণ শহরতলীর বিষ্ণুপুর থানার মধ্যস্থ সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় চলতি মাসের 9 তারিখে জায়গায় জায়গায় জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ ও পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য, বুথ কমিটির সভাপতি তথা অঞ্চল কমিটির প্রাক্তন সভাপতি শ্যামল মন্ডলের নামে পোস্টার দেখা যায়। যেখানে অভিযোগ উঠেছে, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ ঘূর্ণিঝড়ের সরকারি ত্রাণ রেখেছেন শ্যামল মণ্ডলের বাড়িতে। অভিযোগ, এই শ্যামল মন্ডল আসলে একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে সমর্থন জানিয়েছিলেন।

আর এই অভিযোগ প্রতিহত করতে এবং নিজের স্বচ্ছতা প্রমাণ করতে জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ আজকে ত্রাণ বিতরণ করেন 650 জন মানুষের মধ্যে। পাশাপাশি তিনি জানিয়েছেন পঞ্চানন গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু অশুভ শক্তি কাজ করছে। বলাই বাহুল্য, এই অশুভ শক্তি তাঁরাই, যারা জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে মুখ খুলেছেন। অন্যদিকে সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দ্বারা যেমন পরিচালিত, ঠিক তেমনি দক্ষিণ 24 পরগনা জেলার জেলা পরিষদের সভাধিপতিও তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত। অন্যদিকে গ্রাম পঞ্চায়েত প্রধান মানস বাগ জানিয়েছেন, পঞ্চানন গ্রাম পঞ্চায়েতে কোথাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে জেলা পরিষদের সভাধিপতি নতুন একটি গোষ্ঠী তৈরি করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে তাঁর শিবিরে 2021 এ যারা বিজেপি প্রার্থীদের সমর্থন করেছিলেন তাঁরাই থাকছেন বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে এই ত্রাণ বিলি কর্মসূচিতে পঞ্চানন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল কমিটি বা পঞ্চায়েত সমিতির কোন নেতৃত্বকে ডাকা হয়নি বলেও তিনি জানান। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি ডায়মন্ডহারবার জেলার বিজেপির সহ-সভাপতি সুফল ঘাঁটু। তিনি জানান, সবথেকে হাস্যকর ব্যাপার যে অঞ্চলে ইয়াসের জেরে সেভাবে ক্ষতি হয়নি, সেখানে ত্রাণ বন্টন করা হচ্ছে।

পাশাপাশি স্বজনপোষণ নিয়ে যেভাবে তৃণমূলের মধ্যে ঝামেলা শুরু হয়েছে তা নিয়ে তিনি কিছুই বলতে চাননি। তবে শ্যামল মন্ডল নামে কোন তৃণমূল নেতা বিজেপিতে ছিলেন না বা কাজ করেছেন বলে তাঁর জানা নেই বলেই তিনি জানিয়েছেন।  খুব স্বাভাবিকভাবে এই ঘটনা তৃণমূল শিবিরেও ব্যাপক অস্বস্তির সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে একদিকে যেখানে ইয়াশ এর ত্রাণ বন্টন নিয়ে মুখ্যমন্ত্রী কোনরকম ঝুঁকি নিতে নারাজ, ঠিক সেসময় ইয়াসের ত্রাণবন্টন নিয়ে যেভাবে তৃণমূলের দিকে অঙ্গুলি হেলনে করা হচ্ছে দুর্নীতি প্রসঙ্গে, তা যথেষ্ট চাঞ্চল্যকর বলে মনে করা হচ্ছে। আপাতত এই পরিস্থিতি সামাল দেওয়ার ব্যাপারে তৃণমূল কিভাবে চিন্তাভাবনা করে, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!