এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার হিসেব নেওয়ার পথে বিজেপি! মমতার চাপ বাড়িয়ে হুঁশিয়ারি হেভিওয়েট নেতার!

এবার হিসেব নেওয়ার পথে বিজেপি! মমতার চাপ বাড়িয়ে হুঁশিয়ারি হেভিওয়েট নেতার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  ভোট পরবর্তী হিংসা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ তুলছে রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। এমনকি গোটা বিষয়টি নিয়ে আদালতেও মুখ পুড়েছে রাজ্য সরকারের। ইতিমধ্যেই এই ব্যাপারে রাজ্যের অস্বস্তি বাড়িয়ে আদালতের পক্ষ থেকে গোটা ঘটনায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। যার ফলে বিজেপি ক্রমাগত রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার ভবানীপুর উপনির্বাচনের মুখে দাঁড়িয়ে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। যেখানে কলকাতায় এসে একটি সাংবাদিক বৈঠক করে ভোট-পরবর্তী হিংসায় মৃত বিজেপি নেতাদের কথা তুলে ধরে হিসেব নেওয়ার কথা শোনা গেল গেরুয়া শিবিরের এই শীর্ষ নেতার গলায়।

সূত্রের খবর, আজ একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। যেখানে ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপির মানস সাহা এবং অভিজিৎ সরকারের পরিবারের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। আর সেখানেই তাদের সাক্ষী রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হতে দেখা যায় এই বিজেপি নেতাকে। মৃত ব্যক্তিদের পরিবারের চোখের জলের হিসাব বিজেপি নেবে বলে রীতিমতো হুঁশিয়ারি দেন সম্বিত পাত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মায়ের কান্না দেখতে পাচ্ছেন না। যে চোখের জল পড়ছে, সেই চোখের জলের হিসেব বিজেপি নেবে। অভিজিৎ সরকারের মা যে চোখের জল ফেলছে, তার কি কোনো মূল্য নেই? অভিজিতের পরিবারকে নর কঙ্কাল ধরিয়ে দেওয়া হয়েছিল।” স্বাভাবিকভাবেই বিজেপি নেতার এই মন্তব্যের জেরে তৃণমূল নেত্রীর চাপ যে অনেকটাই বৃদ্ধি পেল, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

পর্যবেক্ষকদের মতে, রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিজেপির এখন সবথেকে বড় ইস্যু ভোট পরবর্তী হিংসা। এই বিষয়টি তুলে ধরে বারবার গেরুয়া শিবির তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আর এবার রাজ্যে এসে সেই বিষয়টি নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপির এই শীর্ষ নেতা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!