এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবারের ২৯ শে জুলাই আরও স্পেশ্যাল হতে চলেছে সবুজ-মেরুন জনতার জন্য! সৌজন্যে সঞ্জীব গোয়েঙ্কা!

এবারের ২৯ শে জুলাই আরও স্পেশ্যাল হতে চলেছে সবুজ-মেরুন জনতার জন্য! সৌজন্যে সঞ্জীব গোয়েঙ্কা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কলকাতায় এটিকে ক্লাবের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান। তার পরেই অবশ্য বিভিন্ন দ্বন্দ উপস্থিত হয় সমর্থকদের মনে। কি রঙের জার্সি হবে, ক্লাবের পতাকায় কার চিহ্ন থাকবে তা নিয়ে সমর্থকদের সাথে সাথে মোহনবাগান ক্লাব কর্তাদেরও দুশ্চিন্তায় ফেলে। আর সেই নিয়ে আজকে এটিকে কলকাতার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মোহনবাগান ক্লাব কর্তারা। তবে সূত্রের খবর, এই বৈঠক মোহনবাগান ক্লাবের জন্য অত্যন্ত সাফল্য বয়ে এনেছে।

কারণ, আগামী দিনে আইএসএল ম্যাচে মোহনবাগান খেলতে নামবে তার পুরনো জার্সি সবুজ মেরুনেই এবং ক্লাবের পতাকা চিরপরিচিত পালতোলা নৌকার ছবি দেখা যাবে। আর এই খবরের পরেই এবার সামনের দিন অর্থাৎ 29 শে জুলাইকে স্মরণ করার জন্য কী ব্যবস্থা নেবে মোহনবাগান ক্লাব সেদিকেই এখন নজর সমর্থকদের। 29 শে জুলাই মানে বাংলার কাছে অতি গর্বের দিন। খালি পায়ে ফুটবল খেলে বিদেশী শক্তিকে যে হারিয়ে দেওয়া যায়, সে কথা এই 29 শে জুলাই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়েছিল।

তবে এবার আইএসএল এর মঞ্চে অন্তর্ভুক্তি হওয়ার পর মোহনবাগান ক্লাবে কিভাবে এই দিনটি উদযাপন হয়, সেদিকে শুধু সমর্থকরাই নয়, নজর রাখছেন এটিকে কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাও। অন্যদিকে জানা গেছে, 131 বছরের পুরনো ক্লাবকে তার সঠিক ঐতিহ্য ও মর্যাদা বজায় রাখতে আজকে এটিকে এবং মোহনবাগান কর্তারা যৌথভাবে মোহনবাগান ক্লাব ও তার জনপ্রিয়তার ওপর গুরুত্ব দিয়ে বিচার করেছেন বলে জানা গেছে। তবে আগামী দিনে মোহনবাগান দিবস কিভাবে পালিত হয় সেটাই এখন বড় প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই প্রসঙ্গে এটিকে কর্তা সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, 29 শে জুলাই নিঃসন্দেহে তাঁর কাছেও উল্লেখযোগ্য দিন। এবং তিনিও এই দিনটি উদযাপনের অপেক্ষায় রয়েছেন। তাঁর কথাতেই পরিষ্কার, করোনা থাকলেও 29 শে জুলাই মোহনবাগান ক্লাব এর জন্য আলাদা ভাবনা রয়েছে। কিন্তু কিভাবে 29 শে জুলাই উদযাপন হবে, তা নিয়ে অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট কোনো রুপরেখা পাওয়া যায়নি। অন্যদিকে এটিকের পক্ষ থেকে জানা গেছে, আইএসএল ম্যাচে নামার আগে মোহনবাগান ক্লাবকে এবার ঢেলে সাজানো হবে। আসবে অত্যাধুনিক সরঞ্জাম এবং পরিবর্তিত পরিকাঠামো।

তবে দলের হোম জার্সি সবুজ মেরুন থাকলেও অ্যাওয়ে জার্সি কি হবে তা নিয়ে অবশ্য এখনও কিছু চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। তবে সূত্রের খবর, সাদা লাল যা এটিকের জার্সির পরিচয় তার সাথে সবুজ মেরুন চিরপরিচিত জার্সির মিলাপ ঘটবে। অন্যদিকে সবুজ মেরুন এবং এটিকের সংযুক্তিকরণের পর ময়দানে এখন খুশির হাওয়া। বিশেষজ্ঞদের মতে, মোহনবাগান ক্লাবে এবার আন্তর্জাতিক মানের পরিকাঠামো হতে চলেছে। এই অবস্থায় আগামী দিনে মোহনবাগান ক্লাব যে আরও এগিয়ে যাবে সে বিষয়ে নিঃসন্দেহ বাংলার ফুটবলপ্রেমীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!