এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবারের মত IPL শেষ KKR-এর! হতাশাজনক পারফরম্যান্সের জন্য পরের বছর ছেড়ে দেওয়া হতে পারে যাঁদের

এবারের মত IPL শেষ KKR-এর! হতাশাজনক পারফরম্যান্সের জন্য পরের বছর ছেড়ে দেওয়া হতে পারে যাঁদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার জেরে এবছর আইপিএল এর আসর বসেছিল মরুশহরে। শুরু থেকেই প্লে অফের দৌড়ে ছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কেকেআর এবার প্লে অফে যাওয়ার মতো খেলেইনি বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। বদলে ক্যাপ্টেন বদল, খেলার মাঝপথে নারিনের অ্যাকশন নিয়ে প্রশ্নসহ বেশ কিছু বিষয় এবছর কলকাতার বিরুদ্ধে গিয়েছে পুরো টুর্ণামেন্টে। কখনোই 4 জন বিদেশী নির্দিষ্ট করতে পারেনি কেকেআর এবং ওপেনিং নিয়েও সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে হতাশাজনক পারফরম্যান্স এবং আইপিএল থেকে এবছরের মত বিদায় কেকেআরের।

তবে চৌদ্দটি ম্যাচের মধ্যে টেনেটুনে কোনরকমে সাতটিতে জয় হাসিল করলেও তাদের নেট রানরেট এতটাই কম ছিল, যা দরকারের সময় কোন রকম কাজে লাগেনি। ক্রিকেট বিশেষজ্ঞরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আগামী বছরের আইপিএলে কেকেআরের পরিবর্তন নিয়ে আলোচনা। আপাতত মনে করা হচ্ছে, ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্পেশালিস্ট তথা ওপেনার টম ব্যান্টনকে কেকেআর দলে নিয়েছিল। কিন্তু চলতি আইপিএলে কেকেআর-এর হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। আর সর্বোচ্চ 18 রান করতে পেরেছেন তিনি। তাঁর সর্বোচ্চ স্কোর 10। আইপিএল 2021 এর নিলামে তাঁকে ছেড়ে দিতে পারে কেকেআর বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার স্পিনার ক্রীস গ্রীন আইপিএল 2020 তে মাঠে নেমেছিলেন। সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের ২০ লক্ষ টাকায় কিনেছিল শাহরুখ খানের দল। কিন্তু এক ম্যাচ খেলে আড়াই ওভারে 24 রান দেওয়া ছাড়া তিনিও বিশেষ কিছু কাজে আসেননি। যথারীতি তাঁকেও কেকেআর রাখবে কিনা সামনের বছর, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অন্যদিকে দেশের মধ্যে তরুণ কমলেশ নাগারকোটি এবং শিবম মাভি প্রথম একাদশে জায়গা পেয়ে যাওয়ায় খুব স্বাভাবিকভাবেই সন্দীপ ওয়ারিয়র এর গুরুত্ব কমেছে। চলতি আইপিএলে তিনি মাত্র একটি ম্যাচ খেলেছেন। তিন ওভার বল করে 34 রান দিয়েছেন।

অন্যদিকে বরুণ চক্রবর্তী চলে আসায় খুব স্বাভাবিকভাবেই বাঁহাতি কুলদীপ যাদবের গুরুত্ব কমেছে। চলতি আইপিএলে কেকেআর-এর হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। আর তার মধ্যে শুধুমাত্র একটি উইকেট নিতে পেরেছেন। সব মিলিয়ে ক্রিকেট বিশেষজ্ঞরা 2021 এর আইপিএলে কেকেআরের বড়োসড়ো পরিবর্তন আশা করছেন। এবছরের আইপিএলে খুব একটা চমকপ্রদ পারফরম্যান্স করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। খুব স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছে সমস্ত ক্রিকেটাররাই। কে থাকবে, আর কে যাবে তাই নিয়ে এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোরদার আলোচনা। আপাতত আইপিএল শেষ কলকাতা নাইট রাইডার্স এর জন্য। ঘরে ফেরার পালা এবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!