এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবারের নির্বাচনে জঙ্গলমহলে শুধুই ঘাসফুল, রাজ্য বিজেপি সভাপতির ভোটকেন্দ্রেও পিছিয়ে গেরুয়া শিবির- খামতি কোথায়? উঠেছে প্রশ্ন

এবারের নির্বাচনে জঙ্গলমহলে শুধুই ঘাসফুল, রাজ্য বিজেপি সভাপতির ভোটকেন্দ্রেও পিছিয়ে গেরুয়া শিবির- খামতি কোথায়? উঠেছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের নির্বাচনে শুরু থেকেই গেরুয়া শিবির বাংলা দখলে ছিল মরিয়া। বিজেপির রাজ্য নেতারা তো বটেই, গেরুয়া শিবিরের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও নিত্যদিন বাংলায় যাতায়াত শুরু করেন প্রচারের উদ্দেশ্যে। পাশাপাশি দিলীপ ঘোষ এবারের নির্বাচনে রাজ্যে কম সে কম দুশো আসনের দাবি করেন। খুব স্বাভাবিক ভাবেই ভোটের রেজাল্ট বেরোনোর পর দেখা গিয়েছে, দুশো আসন তো দূর, রীতিমতো লজ্জাজনক হার থেকে কোনক্রমে মুখ বাঁচিয়েছে গেরুয়া শিবির। কার্যত বাংলায় মোদি শাহ জুটি একেবারেই ফ্লপ হয়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জুড়ে শুধু সবুজ।

এমনকি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যে বুথে ভোট দিয়েছেন, সেখানেও কিন্তু গেরুয়া শিবির যথেষ্ট পিছিয়ে। জঙ্গলমহলে এবার তৃণমূলের জয়জয়কার। পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচনে যেভাবে ঝাড়গ্রামে তথা জঙ্গলমহলে ধীরে ধীরে বিজেপির উত্থান হয়েছিল, সেই উত্থানকে একেবারে পতন করে দিল তৃণমূল। বিধানসভা নির্বাচনে বিজেপির আর হিসেব মিলল না। পঞ্চায়েত ভোটে এগিয়ে থাকা দিলীপ ঘোষ ঝাড়গ্রামের নয়াগ্রামের গোপীবল্লভপু্রের 2 ব্লকের কুলিয়ানা গ্রামের বিজেপি পিছিয়ে পড়লো। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন বকুল মুর্মু। পাশাপাশি তৃণমূলের প্রার্থী ছিলেন দুলাল মুর্মু।

জানা গিয়েছে, এখানকার বিজেপি প্রার্থীকে প্রায় 22637 ভোটে তৃণমূল হারিয়েছে। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ একুশের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন কুলিয়ানা জুনিয়র হাইস্কুলের 118 নম্বর বুথে। সেখানে দেখা যায়, তৃণমূল পেয়েছে 255 টি ভোট। বিজেপি পেয়েছে 182 টি ভোট এবং সিপিএম পেয়েছে 60 টি ভোট। 117 নম্বর বুথে তৃণমূল 326 টি ভোট পেয়েছে, বিজেপি পেয়েছে 253 টি ভোট এবং সিপিএম পেয়েছে 23 টি ভোট। খুব স্বাভাবিকভাবেই স্পষ্ট হয়ে উঠেছে দিলীপ ঘোষের নিজের বাসভূমি যে এলাকায়, সেখানেও তৃণমূলের শক্তপোক্ত ভিত তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত মনে করা হচ্ছে, যেভাবে তৃণমূল নেত্রী বিধানসভা নির্বাচনের আগে উন্নয়নের জোয়ার এনেছিলেন রাজ্যজুড়ে এবং সর্বত্র উন্নয়নের ঘোষণা করেছেন, তাতেই আসল ম্যাজিক হয়ে গিয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের উন্নয়নের জোয়ার এবং জনমুখী নীতি রাজ্যে তৃণমূলকে এগিয়ে নিয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই দেখা যায় লোকসভা নির্বাচনের নিরিখে গেরুয়া শিবির যেরকম পিছিয়ে পড়েছে, ঠিক সেরকমই রাজ্যের শাসক দল তৃণমূল বেশ কয়েক কদম এগিয়ে গিয়েছে।

খুব স্বাভাবিক ভাবেই গেরুয়া শিবিরের অন্দরে ইতিমধ্যেই শুরু হয়েছে এই লজ্জাজনক হারের কাটাছেঁড়া। দিল্লী থেকে উড়ে এসেছেন কেন্দ্রীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা। আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য। এক্ষেত্রে মনে করা হচ্ছে, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষসহ বাকি বিজেপি নেতারা যেভাবে একের পর এক দাবি করে গেছেন বিধানসভা নির্বাচনে জয়ের ক্ষেত্রে, সেই দাবি কিন্তু পুরোপুরি নিষ্ফল করেছেন একাই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জ্জী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!