এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবারের প্রার্থী তালিকায় কি তৃণমূল নেত্রীর পাশাপাশি প্রভাব রয়েছে প্রশান্ত কিশোরের? স্বচ্ছতাই কি মূল চাবিকাঠি ভোট জেতার?

এবারের প্রার্থী তালিকায় কি তৃণমূল নেত্রীর পাশাপাশি প্রভাব রয়েছে প্রশান্ত কিশোরের? স্বচ্ছতাই কি মূল চাবিকাঠি ভোট জেতার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল নজর দিয়েছে জনসংযোগে। সেক্ষেত্রে তৃণমূলের ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের মস্তিষ্কপ্রসূত বিভিন্ন কর্মসূচি তৃণমূলে শিবিরকে প্রচারের আলোয় নিয়ে আসে। একের পর এক কর্মসূচী ও উন্নয়ন প্রকল্প তৃণমূলকে সামনের সারিতে নিয়ে আসে। পাশাপাশি প্রশান্ত কিশোর দলীয় দুর্নীতিকে দূরে সরিয়ে জোর দিয়েছিলেন স্বচ্ছতার ওপর। তাই নিয়ে তৃণমূল নেত্রী দলের মধ্যেই চালিয়েছেন শুদ্ধিকরণ। আর এবার একুশের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার মধ্যে দিয়ে উঠে এলো প্রশান্ত কিশোরের প্রভাব।

প্রশান্ত কিশোর বরাবরই নেত্রীকে পরামর্শ দিয়ে এসেছেন, এবারের বিধানসভা নির্বাচনে দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে দূরে সরানোর জন্য। সেক্ষেত্রে রাজনৈতিক মহলের একাংশের দাবী, প্রার্থী তালিকা প্রকাশ করার পর দেখা গেল প্রশান্ত কিশোরের পরামর্শই মান্যতা পেয়েছে। এবারের প্রার্থী তালিকায় উঠে এসেছে এক ঝাঁক নতুন মুখ। আর তাই নিয়েই শুরু হয়েছে জল্পনা। প্রসঙ্গত, তপনের বিধায়ক বাচ্চু হাঁসদার প্রাসাদোপম বাড়ি নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। এমনকি প্রশান্ত কিশোরকেও কটাক্ষ করতে শোনা গিয়েছিল। এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল বাচ্চু হাঁসদা টিকিট পাননি। ফলত বোঝাই যাচ্ছে, তৃণমূলের প্রার্থী তালিকায় প্রশান্ত কিশোরের কিছুটা প্রভাব অবশ্যই রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের ভোট কৌঁশলী হয়ে যেরকম জনসংযোগের কাজ করেছেন প্রশান্ত ঠিক সেভাবেই দলে স্বচ্ছতা যাতে বজায় থাকে সেই চেষ্টা চালিয়ে গেছেন। ফলস্বরূপ, তৃণমূলের বহু নেতা-নেত্রীর চক্ষুশূল হয়েছেন তিনি। এমনকি শুভেন্দু অধিকারীও প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন দল ছাড়ার অন্যতম কারণ হিসেবে। 2021 এর নির্বাচনে তৃণমূলকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়ার জন্যই প্রশান্ত কিশোরের আগমন। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকেই মনে করছেন, নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়া কোনো রাজনৈতিক স্টান্ট নয়, এর পেছনে রয়েছে প্রশান্ত কিশোরের সুচিন্তিত হিসেবনিকেশ।

একুশের বিধানসভা নির্বাচন যেরকম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্যতম চ্যালেঞ্জ, ঠিক সেরকমই ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের কাছেও বড়সড় চ্যালেঞ্জ। ইতিমধ্যেই প্রশান্ত কিশোর দাবি করেছেন, যদি 2021 এর বিধানসভা নির্বাচনে তৃণমূল না জেতে, তাহলে তিনি তাঁর পেশা ছেড়ে দেবেন। সব মিলিয়ে এখন দেখার, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর- এই দুইয়ের সমন্বয় একুশের নির্বাচনে তৃণমূলকে তৃতীয়বারের জন্য বাংলার দখলদার বানাতে পারে কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!