এখন পড়ছেন
হোম > জাতীয় > এবারের শিক্ষাবর্ষ কি বাতিল হয়ে যাবে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে সামনে এল বড়সড় ঘোষণা!

এবারের শিক্ষাবর্ষ কি বাতিল হয়ে যাবে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে সামনে এল বড়সড় ঘোষণা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে করোনা পরিস্থিতি আসা মাত্রই সর্বপ্রথম স্কুল কলেজগুলি বন্ধ হয়ে যায় এবং এখনো পর্যন্ত সেগুলি বন্ধই আছে। ইতিমধ্যে বিভিন্ন স্কুল তাঁদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাবার জন্য শুরু করেছে অনলাইন ক্লাস। যদিও সেই অনলাইনের সান্নিধ্যে সকল ছাত্র-ছাত্রী আসতে পারছে কিনা তা নিয়েও প্রশ্ন থাকছে। তবে এবার দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকার কারণে প্রশ্ন উঠছে, তাহলে কি এ বছরের শিক্ষাবর্ষ বাতিল হতে চলেছে? এই প্রশ্নের উত্তর দিতে সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছেন, শূন্য শিক্ষাবর্ষ হবার কোন সম্ভাবনাই নেই।

2020-21 সালের ক্লাসও হবে, পরীক্ষাও হবে বলে জানা গেছে। এই নিয়ে সোমবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটি একটি বৈঠকে বসে এবং সেখানেই সাংসদরা বর্তমান পরিস্থিতিতে কলেজে ভর্তি, ক্লাস-পরীক্ষা নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন বলে জানা গেছে। বর্তমানে দেশ আনলক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। কিন্তু স্কুল-কলেজ অবশ্য এখনো পর্যন্ত আনলক হয়নি। তবে এবার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার বলে জানা যাচ্ছে।

আর সেই সূত্রে, আগামী পয়লা সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্কুল খুলে যেতে পারে বলে খবর। যদিও কেন্দ্রীয় সরকারের স্কুল খোলার ব্যাপারে 33% অভিভাবক হ্যাঁ বললেও বাকি 58% অভিভাবক এককথায় এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। এদিন উচ্চ শিক্ষামন্ত্রী অমিত খারে জানিয়েছেন, কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরাও নভেম্বর ডিসেম্বর নাগাদ ক্লাসে যোগ দেবেন। পরীক্ষাও হবে এবং ক্লাস করার ব্যবস্থাও থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং সেখানেই তিনি বলেন, শূন্য শিক্ষাবর্ষ হওয়ার কোন সম্ভাবনাই নেই এবছর। অন্যদিকে সরকারের প্রস্তাবে বলা হয়েছে, আগামী পয়লা সেপ্টেম্বর থেকে প্রথম দফায় দশম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুলবে। তার 15 দিন পরে পর্যায়ক্রমিকভাবে ষষ্ঠ থেকে নবম পর্যন্ত ক্লাস শুরু হবে। অন্যদিকে স্কুল খোলা নিয়ে একটি সমীক্ষা চলে দেশের 252 টি জেলায়। এবং এই সমীক্ষা থেকে জানা যাচ্ছে, অধিকাংশ অভিভাবক আশঙ্কা করছেন স্কুলে গিয়ে তাঁর সন্তান সংক্রামিত হবে।

এই সমীক্ষায় অংশগ্রহণকারী 13% এর মত, তাঁরা সন্তানকে বাড়ির বাইরে পাঠিয়ে এই সময়ে কোন ঝুঁকি নেবেন না। অন্যদিকে 9% জানাচ্ছেন, স্কুলে শারীরিক দূরত্ব যেহেতু বজায় রাখা যাবেনা, তাই স্কুলে পাঠানোর কোন প্রয়োজন নেই পড়ুয়াদের। অন্যদিকে 5% মনে করছেন স্কুল খুলে দিলে করোনা সংক্রমণ আরো দ্রুতগতিতে বাড়তে থাকবে। শুধু মাত্র 1% মনে করছেন সন্তান বাইরে গেলে বাড়ির প্রবীণ ব্যক্তির করোনায় সংক্রামিত হবার সম্ভাবনা বেড়ে যাবে। অন্যদিকে 2% অভিভাবকের ধারণা, এই পরিস্থিতিতে অনলাইনে পঠন-পাঠন সব থেকে উপযুক্ত।

সোমবার এই বৈঠকের নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্যসভার সাংসদ বিনয় সহস্রবুদ্ধে। এই বৈঠকে অমিত খারে ছাড়াও ছিলেন স্কুল শিক্ষা সচিব অনিতা কারওয়াল এবং ইউজিসির চেয়ারম্যান ডি পি সিং। আপাতত দেশের করোনা পরিস্থিতি কিন্তু দিন দিন আরো খারাপ হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। এই অবস্থায় স্কুল খোলা কতটা যুক্তিযুক্ত হবে, তা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। অভিভাবকদের মতে, এই অবস্থায় যদি স্কুল খোলা হয় তাহলে পড়ুয়াদের জীবনের ঝুঁকি নেওয়া হবে। কারণ স্কুল-কলেজে দূরত্ব মেনে চলা যে খুব একটা সহজ হবে না সে কথা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে আপাতত কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নিতে চলেছে, তা জানতে গেলে অপেক্ষা করতেই হবে সেপ্টেম্বর পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!