এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এবারের ভোটে গেরুয়া শিবিরের জয় কি ছিনিয়ে আনতে পারবে দলবদলুরা? অতীত কিন্তু অন্য কথা বলছে

এবারের ভোটে গেরুয়া শিবিরের জয় কি ছিনিয়ে আনতে পারবে দলবদলুরা? অতীত কিন্তু অন্য কথা বলছে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে একুশের বিধানসভা নির্বাচনের। আর এই মহাযুদ্ধের প্রেক্ষাপটে সবথেকে বেশি যেটি নজর কেড়েছে সেটি হল দলবদল। এবং এই দলবদল একমুখী হয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ কিছুদিন যাবত দেখা গেছে, একাধিক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন। অন্যদিকে গেরুয়া শিবির দলবদলুদের মোটেই হতাশ করেননি। এবারের নির্বাচনের প্রার্থী তালিকায় দেখা গেছে গেরুয়া শিবিরের আদি নেতাদের থেকে নব্য নেতারা বা দলবদলু নেতারা গুরুত্ব পেয়েছেন বেশি।

গেরুয়া শিবিরে প্রথম থেকেই প্রত্যেকের জন্য দরজা খুলে রাখা হয়েছিল এবং বানের জলের মতন রাজ্যের অন্য তিনটি দল থেকে ক্রমশ গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন নেতারা। এবারের বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির থেকে অন্তত পঞ্চাশের বেশি দলবদলকারী নেতারা প্রার্থী টিকিট পেয়েছেন, যা নিয়ে ইতিমধ্যেই গেরুয়া শিবিরে শুরু হয়েছে ব্যাপক অন্তর্দ্বন্দ্ব। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, যারা দলবদল করে বিজেপিতে গিয়ে টিকিট পেলেন, তাঁরা কিন্তু অনেকেই বিভিন্ন দলের জনপ্রতিনিধি না হলেও কোনো না কোনো দলীয় পদে ছিলেন। অনেকেই আবার তৃণমূলের টিকিট না পাওয়ার আশঙ্কায় আগেভাগেই দলবদল করেছেন।

এবং প্রার্থী তালিকা প্রকাশ হবার পর এক রাতের মধ্যে তৃণমূলের বড় অংশের নেতা-নেত্রীরা বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু বাংলার অতীতের ভোটচিত্র কিন্তু অন্য কথা বলছে। ইতিহাস লক্ষ্য করলে দেখা যাবে, এ রাজ্যের মানুষ কিন্তু বরাবরই দলবদলকারী নেতাদের থেকে দূরে থেকেছে। গত তিনটি নির্বাচনের খতিয়ান সেরকম কথাই বলছে। এ রাজ্যের বিধানসভা ভোটের দলবদলুদের সাফল্যের হার 50 শতাংশেরও কম। 2016 বিধানসভা নির্বাচনে মোট 27 জন দলবদলকারীকে প্রার্থী করা হয়েছিল। তাঁদের মধ্যে মাত্র 12 জন জয়ী হন।  23 জনই অবশ্য তৃণমূলের প্রার্থী ছিল।  অন্যান্যরা দুজন দলবদলকারীকে প্রার্থী করেছিলেন, তাঁরা কেউই জয়ী হননি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তার আগে 2011 সালের বিধানসভা নির্বাচনে দলবদল করে প্রার্থী হয়েছিলেন মোট 21 জন। তাদের মধ্যে মাত্র আটজন জয়ী হয়েছিলেন। 2006 সালেও দলবদলকারীদের সেরকমভাবে নির্বাচনে কোনো ছাপ ফেলতে দেখা যায়নি। তাই বিগত নির্বাচনের পরিসংখ্যান যদি ধরা হয়, তাহলে গেরুয়া শিবিরের চিন্তার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু গেরুয়া শিবিরের দাবি, আগে যাই হোক না কেন এবারের বিধানসভা নির্বাচনের চরিত্র পুরোপুরি আলাদা।

কারণ মানুষ পরিবর্তন চাইছে। তাই বিজেপি এবারের ভোটে অবশ্যম্ভাবী জয়ী হবে। আর সেক্ষেত্রে কে প্রার্থী হলেন, সেটা কোন মতেই প্রাসঙ্গিক হবেনা। খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, তা নিয়ে বিতর্ক থাকবেই। এবং তাঁদের দাবি কতটা যুক্তিযুক্ত সেটা বোঝা যাবে দোসরা মে র পর। আপাতত নির্বাচনী লড়াইয়ের দিকেই সবার লক্ষ্য। 8 দফা নির্বাচন প্রত্যেকেই জেতার জন্য ঝাঁপিয়ে পড়ছেন। সুতরাং বলা যায়, একুশের বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!