এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > “এবারও মানুষকে লাইনে দাঁড়াতে হবে” ভ্যাকসিন নীতি নিয়ে মোদীকে কড়া আক্রমণ রাহুলের!

“এবারও মানুষকে লাইনে দাঁড়াতে হবে” ভ্যাকসিন নীতি নিয়ে মোদীকে কড়া আক্রমণ রাহুলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মানুষকে লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করছে বলে অভিযোগ করেন বিরোধীরা। এক্ষেত্রে নোটবন্দির কথা তুলে ধরে বারবার এই অভিযোগ তুলে সরব হতে দেখা গেছে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোকে। বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়েছে। আর এই পরিস্থিতিতে ভ্যাকসিন নিয়ে তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। ইতিমধ্যেই ভ্যাকসিন পাওয়ার জন্য সাধারণ মানুষের পক্ষ থেকে লাইন দেওয়া হচ্ছে।

যার পরিপ্রেক্ষিতে সামাজিক দূরত্ব পালন না করায় পরিস্থিতি আরও বেগতিক হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিন পাওয়া নিয়ে যখন মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে এবং লাইনে দাড়াতে শুরু করেছে দেশবাসী, ঠিক তখনই নোটবন্দির সঙ্গে গোটা পরিস্থিতি তুলনা করে কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা দেশজুড়ে।

সূত্রের খবর, আজ কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন স্ট্র্যাটেজি নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। যেখানে নোটবন্দির সঙ্গে গোটা ব্যবস্থার তুলনা করে কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করান তিনি। রাহুল গান্ধী বলেন, “কেন্দ্রীয় সরকারের ভ্যাকসিন নীতি নোটবন্দির থেকে কম নয়। এবারও সাধারণ মানুষ লম্বা লাইনে দাঁড়াবে। তারা টাকা, স্বাস্থ্য সবকিছু খোয়াবেন। কিছু শিল্পপতি এর থেকে উপকৃত হবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ রাহুল গান্ধী ভ্যাকসিন দেওয়ার নিয়ম কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে বুঝিয়ে দিলেন, নোটবন্দীর মত এক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে। কেননা অতীতে এই নোটবন্দির ঘটনাকে কেন্দ্র করে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছিলেন। আর এবার ভ্যাকসিন পাওয়ার জন্য মানুষ যখন লাইনে দাঁড়াচ্ছেন তখন তাদের স্বাস্থ্য এবং টাকা দুই সর্বস্বান্ত হবে বলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন হেভিওয়েট এই কংগ্রেস নেতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একাংশ বলছেন, যেভাবে করোনা ভাইরাস গোটা দেশে বাড়তে শুরু করেছে, তাতে অবিলম্বে দেশের সর্বস্তরের মানুষকে যদি ভ্যাকসিন না দেওয়া হয়, তাহলে তা ভয়াবহ আকার ধারণ করবে। তাই এই পরিস্থিতিতে 18 বছর বয়সের বেশি সকল ব্যক্তিকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই ভ্যাকসিন দেওয়াকে কেন্দ্র করে মানুষের মধ্যে এখন কৌতুহল তৈরি হয়েছে। লাইনে দাড়াতে শুরু করেছেন সাধারণ মানুষ।

তাই অতীতে নোটবন্দির সময় মানুষ লাইনে দাঁড়িয়ে যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, এবারেও তা হবে বলে কেন্দ্রীয় সরকারকে কার্যত ব্যাকফুটে ফেলে দেওয়ার চেষ্টা করলেন রাহুল গান্ধী। স্বাভাবিক ভাবেই কংগ্রেস নেতার এই মন্তব্যে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের অস্বস্তি যে দ্বিগুণ ভাবে বৃদ্ধি পেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!