এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবছর রেকর্ড ফলাফল মাধ্যমিক পরীক্ষায়, পরীক্ষা না দিয়েই পাশ সবাই

এবছর রেকর্ড ফলাফল মাধ্যমিক পরীক্ষায়, পরীক্ষা না দিয়েই পাশ সবাই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতির জেরে একটার পর একটা বিশেষ ঘটনা হয়েই চলেছে। রাজ্যে এবার মাধ্যমিক পরীক্ষা হয়নি। সেক্ষেত্রে নবম শ্রেণির পরীক্ষার ফলাফলের প্রাপ্ত নম্বরের ওপর মূল্যায়ন করে মাধ্যমিকের ফলাফল প্রস্তুত হয়েছে। আর সেখানেই রেকর্ড তৈরি করল মাধ্যমিকের এবছরের রেজাল্ট। মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই দেখা যাচ্ছে এই প্রথম 100% ছাত্র-ছাত্রী মাধ্যমিকে পাস করে গিয়েছে পরীক্ষা না দিয়েই। মঙ্গলবার সকাল নটায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফল প্রকাশ করেন।

এবং সেখানেই তিনি জানিয়ে দেন, করোনা পরিস্থিতিতে এবছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া যেহেতু সম্ভব হয়নি, তাই ইন্টারনাল ফরম্যাটিং ইভ্যালুয়েশন পদ্ধতিতে মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করা হয়েছে। একই সাথে 2019 এর নবম শ্রেণির পরীক্ষার প্রাপ্ত নম্বরকেও মূল্যায়নের জায়গায় রাখা হয়েছে। সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়ে দেন, মেধাবী ছাত্র-ছাত্রীরা প্রতিবছরের মতো এ বছরেও বেশি নাম্বার পেয়েছে। তবে পাশের হার 100% হবে তা অবশ্য কেউ ভাবেনি। যেহেতু এবার পরীক্ষা নেওয়া হয়নি নিয়ম অনুযায়ী, তাই মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ করা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে এক থেকে দস এর তালিকায় কারা এসেছে, তাও জানা যায়নি। তবে এ বছরের সর্বোচ্চ নম্বর 697 বলে জানিয়ে দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এবং পাশাপাশি তিনি এও জানিয়েছেন, সর্বোচ্চ নম্বর 79 জন মাধ্যমিক পরীক্ষার্থী পেয়েছে। প্রশ্ন উঠেছে, 79 জন ছাত্রছাত্রীই কি তাহলে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে? এক্ষেত্রে উত্তর না দিয়ে কিছুটা এড়িয়ে গিয়েছেন পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি ব্রোশিওর প্রকাশ করা হয় এবং সেখানেই দেখা যাচ্ছে এবছর 90% ছাত্র-ছাত্রী প্রথম বিভাগে পাস করেছে।

কার্যত এবছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যাও প্রায় দেড় লক্ষের বেশি ছিল। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিল 4 লক্ষ 65 হাজার 850 জন, অন্যদিকে ছাত্রী ছিল 6 লক্ষ 13 হাজার 849 জন। এবারের মাধ্যমিক পরীক্ষার রেকর্ড ফলাফলের পিছনে যে করোনা পরিস্থিতি অন্যতম কারণ তা নিয়ে কোন সন্দেহ নেই। তবে পরীক্ষার মূল্যায়ন নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠতে শুরু করেছে। 100% ছাত্র-ছাত্রী এবার উচ্চমাধ্যমিকে ভর্তি হতে চলেছে। আপাতত সেই প্রস্তুতিতেই মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!