এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির ঘুম উড়িয়ে হিন্দুভোটে ভাগ? বিধানসভায় কোমর বেঁধে নামছে শিবসেনাও? প্রচারে খোদ উদ্ধব?

বিজেপির ঘুম উড়িয়ে হিন্দুভোটে ভাগ? বিধানসভায় কোমর বেঁধে নামছে শিবসেনাও? প্রচারে খোদ উদ্ধব?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছরই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। করোনা পরিস্থিতির মধ্যে প্রথম নির্বাচন সংঘটিত হতে চলেছে বিহারে। বিহারের এই নির্বাচনে অনেকটাই আত্মবিশ্বাসী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে আসন্ন নির্বাচনে কোন দলই প্রতিদ্বন্দীকে সামান্য রেয়াত করতে ইচ্ছুক নয়। এর মধ্যেই এনডিএ জোটের দুই প্রধান শরিক জেডিইউ ও বিজেপি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এই আবহে বিহারের হিন্দু ভোটে ভাগ বসাতে বিহারের আসতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও সেইসঙ্গে দলের প্রথম সারির একাধিক নেতৃত্ববর্গ।

প্রসঙ্গত শিবসেনা ছিল বিজেপি দীর্ঘকালের জোটসঙ্গী। কিন্তু গত বছর মহারাষ্ট্রের সরকার গঠন ও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিষয়ে ব্যাপক মতান্তর ঘটে এই দুটি জোট শরিকের। পরিণামে বিজেপির সংসর্গ ত্যাগ করে শিবসেনা। তারপর থেকেই শিবসেনা বিজেপির ঘোষিত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। একাধিকবার বিজেপির বিরুদ্ধে নানা বিষয়ে করেছে বিষেদাগার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই পরিস্থিতি আসন্ন বিধানসভা নির্বাচনে বিহারে শিবসেনা দলকে উদ্বুদ্ধ করতে বিহারে আসতে চলেছেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে। প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার শিবসেনার পক্ষ থেকে বিহারের নির্বাচনে প্রথম দফায় ২২ জন প্রার্থীর একটি তালিকা প্রকাশ করলো শিবসেনা। শিবসেনা সূত্রের খবর, আসন্ন বিহারের বিধানসভা নির্বাচনে ৫০ টির মতো আসনে প্রার্থী দিতে পারে তারা।

বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা না করেও বিজেপি তথা এনডিএ জোটকে কোন রকম সুবিধা দিতে নারাজ শিবসেনা। এ কারণে আগামী সপ্তাহেই বিহারে আসতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, তাঁর পুত্র তথা মহারাষ্ট্রের পর্যটনমন্ত্রী আদিত্য ঠাকরে। আর তাঁদের সঙ্গেই বিহারে আসতে চলেছেন সুভাষ দেশাই, সঞ্জয় রাউত, অনিল দেশাই, বিনায়ক রাউত, অরবিন্দ সাওয়ান্ত, প্রিয়াঙ্কা চতুর্বেদী, রাহুল শেওয়ালে, কৃপাল তুমনে প্রমুখ একঝাঁক শিবসেনার হেভিওয়েট। নির্বাচনে দলের প্রার্থীদের উদ্বুদ্ধ করতেন তাঁদের এই বিহার সফরের পরিকল্পনা। কথায় বলে, রাজনীতিতে স্থায়ী বন্ধু, বা স্থায়ী শত্রু বলে কিছু নেই। একদা জোটসঙ্গী বিজেপির বিরুদ্ধে শিবসেনার একের পর এক রনং দেহি মনোভাব এই সত্যেরই প্রমান।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!