এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘চিটিংবাজ’ মুখ্যমন্ত্রী গদি বাঁচাতে ভোটের পরেই কি করবেন ‘ফাঁস’ করে দিলেন পুরোনো সঙ্গী!

‘চিটিংবাজ’ মুখ্যমন্ত্রী গদি বাঁচাতে ভোটের পরেই কি করবেন ‘ফাঁস’ করে দিলেন পুরোনো সঙ্গী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের বিধানসভা ভোটের ঘোষণার পর থেকেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতভেদ তৈরি হয় এলজেপি প্রধান চিরাগ পাসোয়ানের। বিভিন্ন কারণে তাঁদের সম্পর্ক নষ্ট হয়। শেষ পর্যন্ত এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান একলা চলার নীতি ঘোষণা করেন। তিনি অভিযোগ করেছেন, তাঁর পিতা প্রয়াত রামবিলাস পাসোয়ানকে বহুবার অপমান করেছেন নীতিশ কুমার। বহুবার তিনি এই অভিযোগ করেছেন। এবার তিনি নীতিশ কুমারকে প্রতারক ও বিশ্বাসঘাতক বলে আক্রমণ করলেন।

এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতিশ কুমারকে প্রতারক, চিটিংবাজ বলে তুমুল আক্রমন করলেন এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান। তিনি অভিযোগ করেছেন, বিহারের বিধানসভা ভোটের পরেই নীতিশ কুমার বিজেপির সঙ্গে ত্যাগ করে আরজেডির সঙ্গে হাত মেলাতে চলেছেন। বিজেপির সঙ্গে তিনি প্রতারণা করবেন বলে অভিযোগ করলেন তিনি। পূর্বেও নীতিশ কুমারের বিরুদ্ধে একাধিকবার একাধিক বিরূপ মন্তব্য আক্রমণ করেছেন তিনি। তিনি বলেছিলেন যে, তাঁর দল ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীকে জেলের ভাত পর্যন্ত খাওয়াবেন তিনি।

এলজেপি প্রধান চিরাগ পাসোয়ান অভিযোগ করেছেন যে, ১৫ বছর ধরে বিহারকে দুঃসহ পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একারণেই নীতিশ মুক্ত বিহার গঠনের আহ্বান জানালেন তিনি। আগামী ১৫ বছর যাতে বিহার সুরক্ষিত থাকতে পারে, সেজন্য বিহারবাসীকে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালেন তিনি। বিজেপি নীতিশ কুমারকে অধিক গুরুত্ব দেয়, এই অভিযোগে এনডিএ ত্যাগ করেছিলেন তিনি। প্রসঙ্গত নীতিশ কুমারের বিরুদ্ধে সমস্ত আসনেই প্রার্থী দিয়েছেন তিনি। নীতিশ কুমারের চেয়ে বেশি আসনে লড়াই করছে তাঁর নেতৃত্বাধীন এলজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আজ সকাল থেকেই শুরু হলো বিহারের ভোটগ্রহণ। আজ বিহারের প্রথম দফার নির্বাচন। আজ সকাল সাতটা থেকে বিহারের ৭১ টি আসনে ভোট গ্রহণ পর্ব চলছে। ইতিমধ্যেই ভোট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিহারের উন্নয়নের জন্য ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এদিকে বেশকিছু ভোট কেন্দ্র থেকে ইভিএম বিকল হয়ে যাবার খবর এসেছে। আবার কিছু সমস্যার কারনে বেশ কিছু কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে দেরি করে।

করোনা সংক্রমণ কালে চলছে বিহারের এই ভোট গ্রহণ পর্ব। একারণেই বিহারের বাসিন্দাদের করোনা বিধি তথা সম্পূর্ণ রকম স্বাস্থ্যবিধি মেনে ভোট দান করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও বিহার বাসীদের সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে, সচেতনভাবে ভোটদানে অংশগ্রহণ করার আহ্বান জানালেন। বিহারের সমস্ত ভোট কেন্দ্রগুলোতে উপযুক্তভাবে স্যানিটাইজেশনের ব্যবস্থা করে ভোট গ্রহণ শুরু হলো বিহারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!