এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাট দাঙ্গায় মোদীর ভূমিকা ও তদন্ত নিয়ে নতুন কোন তথ্য উঠে এল? পুরোটা জানলে চমকে যাবেন আপনিও

গুজরাট দাঙ্গায় মোদীর ভূমিকা ও তদন্ত নিয়ে নতুন কোন তথ্য উঠে এল? পুরোটা জানলে চমকে যাবেন আপনিও


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০০২ সালের ২৭ সে ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেস আগুন লাগিয়ে দেয়ার ঘটনায় ৫৯ জন করসেবকের মৃত্যু হয়। যে ঘটনা ঘিরে পরবর্তীকালে তীব্রভাবে দাঙ্গা দেখা দেয় গুজরাটে। এই দাঙ্গার তদন্তে গঠিত হয়েছিল সিট্। এই সিটের প্রধান আর কে রাঘবন জানিয়েছেন যে, গুজরাট দাঙ্গার বিষয়ে তদন্তে সাহায্যের জন্য ডাকা হয়েছিল সেসময়ের গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে।প্রায় ৯ ঘন্টা ধরে চলেছিল জিজ্ঞাসাবাদ। তাঁকে প্রায় ১০০ টি প্রশ্ন করা হয়েছিল, কিন্তু তিনি একটিরও উত্তর দেননি। এসময় তিনি নিজেকে অনেকটা ঠান্ডা রেখেছিলেন। তদন্তকারী দলের প্রধান আর কে রাঘবনের আত্মজীবনীমূলক বইতে এই সমস্ত তথ্য উঠে এসেছে।

প্রসঙ্গত ২০২১ সালের ২৭ সে ফেব্রুয়ারি গুজরাটের গোধরা স্টেশনের কাছে সবরমতি এক্সপ্রেসে আগুন লাগিয়ে ৫৯ জন করসেবককে মারা হয়েছিল। করসেবকদের মৃত্যুতে তীব্র অশান্তি ছড়ায় গুজরাটে। তারপর ঘটে সাম্প্রদায়িক দাঙ্গা। যে দাঙ্গায় ১১৬৯ জন মানুষ নিহত হন। গুজরাটের এই ঘটনার তদন্তের জন্য সুপ্রিম কোর্ট সিট গঠন করেছিল। এই সিটের নেতৃত্ব দিয়েছিলেন আর কে রাঘবন। ইতিপূর্বে আর কে রাঘবন সিবিআই এর প্রধান ছিলেন। বোফর্স কেলেঙ্কারি মামলা, ২০০০ সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ ফিক্সিং মামলা, পশুখাদ্য কেলেঙ্কারি মামলার মতো একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্তর সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর কে রাঘবন সম্প্রতি আত্মজীবনীমূলক একটি বই লিখেছেন। যার নাম হলো, ‘ এ রোড ওয়াল ট্রাভেলড’। এই বইতে তিনি লিখেছেন যে, এই দাঙ্গার তদন্তে সাহায্যের জন্য গান্ধীনগরে সিটের দফতরে আসতে রাজি হন গুজরাটের সেসময়ের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। সিটের পক্ষ থেকে জানানো হয়েছিল মুখ্যমন্ত্রীকে এসআইটি কার্যালয়ে এসে দেখা করতে। তবে তিনি যদি চান, তবে অন্য কোথাও তিনি দেখা করতে পারেন বলেও জানান হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধীনগরে সিজিও কমপ্লেক্সে সিটের অফিসে এসেছিলেন। সঙ্গে নিজের জলের বোতল এনেছিলেন।

রাঘবন জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ ৯ ঘন্টা সময় ধরে চলেছিল। জিজ্ঞাসাবাদের সময় মুখ্যমন্ত্রীকে ভোজনের জন্য বিরতি নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা নেন নি। তাঁকে চা দিতে চাওয়া হলেও, তিনি চা খেতে রাজি হননি। শুধু নিজের সঙ্গে আনা নিজের জলের বোতল থেকে জল খেয়েছিলেন তিনি। তাঁকে একটু বিরতি নেবার জন্য যথেষ্ট ভাবে অনুনয় করেছিলেন সেদিন তদন্তকারী অফিসারেরা।

প্রসঙ্গত গুজরাট দাঙ্গা মামলায় নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়েছে নানাবতী-মেহতা কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দাঙ্গা পরিস্থিতি সামলাতে পুলিশ ব্যর্থ হয়েছিল। আর রাঘবনের নেতৃত্বাধীন সিটও নরেন্দ্র মোদিকে ‘ক্লিনচিট দিয়েছে। তদন্তের রিপোর্টে জানানো হয়েছে যে, দাঙ্গা সামলাবার জন্য সেনাবাহিনী নামাতে কোনরকম দেরি করা হয়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!