এখন পড়ছেন
হোম > জাতীয় > হটাৎ সুর নরম কৃষক সংগঠনের, বাড়ছে জল্পনা

হটাৎ সুর নরম কৃষক সংগঠনের, বাড়ছে জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দিল্লি ও দিল্লির নিকটবর্তী রাজ্যগুলিতে তীব্র হয়ে উঠেছে নয়া কৃষি আইন বিরোধী আন্দোলন। গত শনিবার পর্যন্ত কেন্দ্র সরকারের সঙ্গে বৈঠকে ক্ষুব্ধ কৃষক সংগঠনগুলি জানিয়েছিল যে, নয়া তিন কৃষি আইন প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু এরপর গতকাল সোমবার হরিয়ানায় তিনটি কৃষক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই আইনগুলির কিছু সংস্কার করে দিলেই তারা তা মেনে নেবেন। এগুলি বাতিলের কোনো প্রয়োজন নেই। এই তিন কৃষক সংগঠনের সদস্য রয়েছে মোট ১ লক্ষ ২০ হাজার। এই তিন কৃষক সংগঠনের প্রতিনিধিরা গতকাল সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে বৈঠক করেছেন। তাদের এই আচমকা ভোলবদলে ছড়ালো জল্পনা।

গতকাল এই তিন সংগঠনের নেতারা তাদের সই করা একটি চিঠিতে জানিয়েছেন,
” আমরা চাই কৃষকরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পান। মান্ডিগুলোও যেন না ভাঙা হয়। ওই দু’টি বিষয় নিশ্চিত করলে বর্তমান কৃষি আইনগুলি নিয়ে আমাদের আপত্তি নেই। ” অথচ, গত শনিবারও তারা অনমনীয় মেজাজে ছিলেন। গত শনিবার সরকারের সঙ্গে বৈঠকে তাঁরা স্পষ্ট জানিয়ে ছিলেন যে, নয়া কৃষি আইনের সংস্কার নয়, এই আইন সম্পূর্ণ বাতিল করতে হবে। সরকারের প্রতিনিধিরা তাদের সঙ্গে আলোচনায় বৃথা সময় নষ্ট করছেন। সেদিন আলোচনার মাঝেই কৃষক সংগঠনের প্রতিনিধিরা মৌন হয়ে গিয়েছিলেন। অনেকে আবার ‘ইয়েস অর নো’ লেখা প্ল্যাকার্ড ধরেছিলেন। অর্থাৎ, নয়া কৃষি আইন সম্পূর্ণ বাতিলের দাবি ছিল তাদের।

তবে, গতকাল এ বিষয়ে তারা সুর নরম করলেন। গতকাল সোমবারের পর আগামীকাল বুধবার সরকারের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন এই তিন কৃষক সংগঠনের প্রতিনিধিরা। এদিকে আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত ভারত বনধের ডাক দিয়েছে একাধিক কৃষক সংগঠন। কৃষক সংগঠনের এই ভারত বনধে বেশকিছু রাজ্যে যানবাহন, অফিস, দোকান, বাজার অন্যান্য কাজকর্ম বিঘ্নিত। বেশকিছু রাজ্যে ফল ও শাক সবজির বাজারে ভাটা পড়েছে। আজকের বনধতে হরিয়ানার কিছু রাস্তায় আন্দোলনরত কৃষকেরা অবস্থান করছেন। তাই এই রাস্তা দিয়ে না যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ সাধারণ মানুষকে।

আপনার মতামত জানান -

তবে, কৃষকের জানিয়েছেন যে, আজকের বনধ শান্তিপূর্ণ থাকবে। অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরী পরিষেবা গুলি সচল রাখা হবে। অন্যদিকে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা কৃষকদের আন্দোলনকে সমর্থন করলেও ধর্মঘটে অংশগ্রহণ করবে না। ট্রাক অন্যান্য পণ্যবাহী গাড়ির মালিকেরা বনধকে সমর্থন করায় কিছু রাজ্যে বাজারে পণ্যের সরবরাহ ব্যাহত। কিছু বেশকিছু ট্যাক্সি ইউনিয়ন বনধে যোগদান করেছে। হরিয়ানার বেশকিছু গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে অবস্থান করছে আন্দোলনকারী কৃষকেরা। রাজধানী দিল্লিকে দেশের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে দেবে বলে হুমকি দেওয়া হয়েছে।

এদিকে পাঞ্জাবে আজ সর্বাত্মক বনধ। সমস্ত ট্রেড ইউনিয়ন বনধকে সমর্থন জানিয়েছে। পাঞ্জাবে শাসক দল ও বিরোধীদলের বিধায়করা নিজেদের কেন্দ্রে অবস্থান করবেন বলে জানিয়েছেন। চণ্ডীগড়ের বেশকিছু মার্কেট অ্যাসোসিয়েশন বনধকে সমর্থন জানিয়েছে তাই অনেক বাজার বন্ধ আছে। বস্তুত, নানা স্থানে সম্প্রতি কৃষক আন্দোলন যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে কেন্দ্র সরকারকে। এই পরিস্থিতিতে তিন কৃষক সংগঠনের ভোলবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যা কিছুটা স্বস্তি দিয়েছে কেন্দ্রকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!