এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > যতই বিদ্রোহ বাড়ুক মমতার তৃতীয়বার ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা স্পষ্ট জানালেন মমতার মন্ত্রী

যতই বিদ্রোহ বাড়ুক মমতার তৃতীয়বার ক্ষমতায় আসা শুধু সময়ের অপেক্ষা স্পষ্ট জানালেন মমতার মন্ত্রী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসকদল তৃণমূলে বাড়ছে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব। একের পর এক বিধায়ক দলের বিরুদ্ধে মুখ খুলছেন। এদিকে দলে পিকের বাড়বাড়ন্ত অনেকেই মেনে নিতে পারছেন না। শুভেন্দু অধিকারীকে নিয়ে দলের দুশ্চিন্তা তীব্র হচ্ছে। এই আবহে বিজেপি নেতা সায়ন্তন বসু জানিয়েছিলেন যে, তৃণমূল সরকারকে বসতে হবে আস্থাভোটে। এরপর বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছিলেন যে, এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে তৃণমূল দল। এই পরিস্থিতিতে গতকাল স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের তৃতীয়বারের জন্য রাজ্যের শাসন ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার জলপাইগুড়ি জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল। জলপাইগুড়ি শহরে জেলা পরিষদের হলে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্যদপ্তরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কিষাণ কল্যাণী, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন সহ বহু গুরুত্বপূর্ণ নেতৃত্ব। গতকালের সভায় বহু মহিলা যোগদান করেছিলেন। ব্যাপক হারে মহিলাদের যোগদান উচ্ছসিত করেছিল তৃণমূল নেতৃত্বকে।

গতকাল সভা শেষে রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। গতকাল গণমাধ্যমের মুখোমুখি রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর বিরুদ্ধে কটাক্ষ করলেন তিনি। কিছুদিন আগে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জলপাইগুড়িতে এসে জানিয়েছিলেন যে, এক মাসের মধ্যে শেষ হয়ে যাবে তৃণমূল দল। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, এর জবাব দেয়ার কোন প্রয়োজন আছে বলে মনে করছেন না তিনি। তাঁর কথায়, সৌমিত্র খাঁ সব দলই করেছেন। এখন তিনি বিজেপি করছেন, আর বসে বসে বিভিন্ন কথা বলছেন। এসব বলে কোন লাভ হবে না।

আপনার মতামত জানান -

এরপর তিনি জানালেন যে জলপাইগুড়িতে গতকাল ছিল মহিলাদের ঢল, যা প্রমাণ করে দেয় যে, তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু নয়। সম্প্রতি তৃণমূল দলে যেভাবে বিদ্রোহের আগুন ধীকধীক করে বাড়ছে, সেই পরিস্থিতিতে মন্ত্রীর এই আত্মবিশ্বাসী বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তৃণমূলের একের পর এক বাড়ছে বিক্ষুব্ধ বিধায়কের সংখ্যা।

গত লোকসভা নির্বাচনে তৃণমূলের আশানুরূপ ফল না হবার কারণে ভোট কুশলী পিকেকে রাজ্যে তলব করে এনেছিল শাসকদল তৃণমূল। কিন্তু শাসক দল তৃণমূলে পিকের বাড়বাড়ন্ত ক্রমশ বাড়ছে, দলের সাংগঠনিক বিষয়ে তাঁর বারবার হস্তক্ষেপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শাসক দলের বহু নেতা, বিধায়ক। দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কোচবিহার দক্ষিণে বিধায়ক মিহির গোস্বামী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন তিনি।

ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত দলের বিরুদ্ধে সরব। আগামী নির্বাচনে তিনি দলের হয়ে লড়ছেন না বলে জানিয়েছেন। অন্যদিকে বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিধায়ক জটু লাহিড়ী দলের প্রতি যথেষ্ঠ সরব। আবার, দলের প্রতি ক্ষুব্ধ শুভেন্দু অধিকারী। ছেড়েছেন তিনি মন্ত্রিত্ব, চলছে তার দলবদলের জল্পনা। তিনি দলবদল করলে, বহু অনুগামী দল ছেড়ে যেতে পারেন, এমন একটা আশঙ্কা রয়েছে। তাই তাঁকে দলে ধরে রাখার যথেষ্ট চেষ্টা চালাচ্ছে তৃণমূল। এই পরিস্থিতিতে মন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই বিশ্লেষকদের ধারণা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!