এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার মন্ত্রীর কাজে অসন্তোষ ক্রীড়া মহলে, জেনে নিন কি হলো

মমতার মন্ত্রীর কাজে অসন্তোষ ক্রীড়া মহলে, জেনে নিন কি হলো


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিতর্ক যেন ক্রমশ পিছু নিয়েছে তৃণমূলের হেভিওয়েট নেতা মন্ত্রীদের। এবার তীব্র বিতর্কের মুখে পড়লেন মালদহ জেলা তৃণমূলের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জানা গেছে, মালদহ জেলা ক্রীড়া সংস্থার ভিআইপি গ্যালারীতে নামকরণ নিয়ে বিতর্কের মুখে পড়তে দেখা গেছে তাকে। যেখানে নিজের দাদা প্রয়াত শুভেন্দু নারায়ন চৌধুরীর নামে জেলা ক্রীড়া সংস্থার ভিআইপি গ্যালারির নামকরণ করা নিয়ে কৃষ্ণেন্দুবাবুর বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে গোটা জেলা জুড়ে।

প্রসঙ্গত, এই স্টেডিয়াম এতদিন ডিএসএর স্টেডিয়াম বলেই পরিচিত ছিল। কিন্তু রাতারাতি প্রাক্তন মন্ত্রীর প্রয়াত দাদার নামের সেই স্টেডিয়ামের নাম হওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একাংশ বলছেন, স্টেডিয়ামের এতদিন কোনো নামকরণ ছিল না। সম্প্রতি সেই নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মূলত এখানে প্রসিদ্ধ খেলোয়াড়দের নাম থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে প্রাক্তন মন্ত্রীর দাদার নাম থাকায় রীতিমতো প্রতিবাদ শুরু হয়েছে গোটা জেলা জুড়ে।

এদিন এই প্রসঙ্গে জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সম্পাদক শুভাশিস সরকার বলেন, “দীর্ঘদিন ধরেই অনৈতিক কাজ কর্ম করা হচ্ছে। কোনোরকম রেজুলেশন মানা হচ্ছে না। নির্বাচন ছাড়া এবং প্রশাসনিক নির্দেশ না মেনে কিভাবে প্রাক্তন মন্ত্রী নিজে থেকে ওই সংস্থার সম্পাদক হয়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এখন শুনতে পাচ্ছি, ডিএসএর নাম বদলে একজন ব্যক্তির নামে তা করে দেওয়া হয়েছে। এটা বেআইনিভাবে করা হয়েছে।”

এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সহ সভাপতি অজয় গাঙ্গুলী বলেন, “রাজ্যের মন্ত্রী থাকাকালীন কৃষ্ণেন্দুবাবু নিজের ক্ষমতাবলে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক করেছিলেন শুভেন্দু নারায়ন চৌধুরীকে. ক্রীড়াবিদ হিসেবে জেলার মানুষ তাকে চেনেন না বা জানেন না. সকলেই ঠিকাদার হিসেবে তার পরিচয় জানেন। এহেন ব্যক্তির নামে ক্রীড়া সংস্থার ভিআইপি স্টেডিয়ামের নামকরণ লজ্জার।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ব্যাপারে জেলার ক্রিড়ার মান বাড়ানোর জন্য কংগ্রেস নেতা গনি খান চৌধুরী তার সাংসদ কোটার অর্থ ব্যয় করেছেন। তাই তার নামে স্টেডিয়াম হলে ভালো হত বলে দাবি জানিয়েছে কংগ্রেস নেতা মোস্তাক আলম। কিন্তু যাকে নিয়ে এত বিতর্ক, সেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কি বলছেন?

এদিন তিনি বলেন, “আমার দাদা এর আগে জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ছিলেন। তিনি প্রয়াত হওয়ার পর আমি এই দায়িত্ব পেয়েছি। কারা কি অভিযোগ করছে, জানি না। তবে প্রতিটি গ্যালারি বিশিষ্ট ব্যক্তিদের নামে করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়ে বিতর্ক হওয়ার কথা নয়। মানুষের কাছে কোনো কারণে ভুল বার্তা দেওয়া হচ্ছে। স্টেডিয়ামের নাম বদল করা হয়নি। গ্যালারির নাম দেওয়া হয় শুভেন্দু চৌধুরীর নামে। মানুষের কাছে ভুল বার্তা দিয়ে আমাকে কালিমালিপ্ত করা হচ্ছে।”

স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে এখন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর প্রয়াত দাদার নামে স্টেডিয়ামের নামকরণ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে মালদহ জেলা জুড়ে। আগামী দিনে নির্বাচনে এর প্রভাব পড়বে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!