এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শুধু করোনাতেই নয়, এবার এই চারটি রোগ হলেও আপনি পাবেন কোয়ারেন্টাইনের ছুটি, বড়সড় সিদ্ধান্ত নবান্নের!

শুধু করোনাতেই নয়, এবার এই চারটি রোগ হলেও আপনি পাবেন কোয়ারেন্টাইনের ছুটি, বড়সড় সিদ্ধান্ত নবান্নের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টরাজ্যের করোনা পরিস্থিতি যে মোটেই আশাব্যঞ্জক নয়, সেকথা সবার জানা। রাজ্যজুড়ে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকার নতুন নিয়ম জারী করল। করোনা পরিস্থিতিতে প্রথম থেকেই বেশ কয়েকটি নিয়ম ধার্য করে ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। করোনার হাত থেকে বাঁচতে রোগীকে প্রথম 14 দিন কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যেমন, পাশাপাশি রোগীর পরিবারের ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে।

করোনার ক্ষেত্রে এতদিন এই নিয়ম কড়া ভাবে মেনে চলা হতো। কিন্তু এবার রাজ্য সরকারের পক্ষ থেকে করোনার পাশাপাশি আরও চারটি মারণ রোগকে মহামারীর আওতায় ফেলে কোয়ারেন্টাইনের নিয়ম ঘোষণা হল। এবার থেকে রাজ্য সরকারি যেকোনো কর্মী যদি করোনা মহামারীর পাশাপাশি মহামারীর তালিকাভুক্ত চারটি রোগে আক্রান্ত হন, তা হলে সংশ্লিষ্ট কর্মী 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে যাবেন। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ দপ্তর 14 দিনের কোয়ারেন্টাইন সবেতন ছুটি হিসেবে গণ্য করা হবে বলে জানাল।

তবে কি কি রোগের ক্ষেত্রে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক হলে সে প্রসঙ্গে এদিন জানা গেছে। করোনার পাশাপাশি সার্স, মার্স, সিসিএইচএফ এবং নোভেল ইনফ্লুয়েঞ্জায় যদি কেউ আক্রান্ত হন, তাহলে তাকে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকতে হবে 14 দিনের জন্য। করোনা সম্পর্কিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমস্ত নিয়মাবলী এখনো পর্যন্ত মেনে আসছে নবান্ন। কোন কর্মী করোনায় সংক্রামিত হলে তাঁকে 14 দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বা এখনো হচ্ছে। রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিকে অন্তত 3 দিন আলাদা থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

পাশাপাশি করোনা পরীক্ষা করা হচ্ছে যদি কোন কর্মচারী পরিবারের সদস্য করন আক্রান্ত হচ্ছে সে খবর জানা মাত্রই সংশ্লিষ্ট কর্মীকে 14 দিনের ছুটি দিয়ে দেওয়া হচ্ছে। করোনার পাশাপাশি এবার আরও চারটি রোগের ক্ষেত্রে করেন্ট আইনের ছুটির নিয়ম কার্যকর করা হল। বর্তমান পরিস্থিতিতে আগামী দিনের মতোই বিরাট মহামারী আকার ধারণ করতে পারে সংক্রামক সিএইচএফ এবং নভেল তাই নতুন চারটি রোগের ক্ষেত্রেও একই রকমভাবে বাধ্যতামূলক হল।

 

এদিন রাজ্য সরকারের নির্দেশনায় বলা হয়েছে এই রোগগুলো সংক্রমিত হয়ে কাজ করলে বাকি কর্মীদের ঝুঁকির মুখে ফেলা হবে আর সে কথা মাথায় রেখেই এই ছুটির ব্যবস্থা। তবে এ ক্ষেত্রে রাজ্য সরকারের কর্মচারীদের সবেতন ছুটি ঘোষণা করা হচ্ছে। প্রসঙ্গত এযাবৎকাল বহু সরকারি কর্মী করণা আক্রান্ত হয়েছেন নতুন করে উপরিউক্ত রোগগুলি যদি ছড়াতে শুরু হয় তাহলে আশঙ্কা আরো বাড়বে তাই আগাম সর্তকতা হিসাবে মহামারী আইনে উপরিউক্ত চারটি রোগে 14 দিনের কোয়ারেন্টাইন এর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।জানা গিয়েছে 2021 সালের 12 ই মার্চ থেকে এই নতুন নিয়ম লাগু হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!