এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুজোর পরেই উঠবে বিধানসভার ঝড়! পুজোর আগেই রাজ্য থেকে বুথস্তর পর্যন্ত সাজিয়ে ফেলবে তৃণমূল?

পুজোর পরেই উঠবে বিধানসভার ঝড়! পুজোর আগেই রাজ্য থেকে বুথস্তর পর্যন্ত সাজিয়ে ফেলবে তৃণমূল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জঙ্গলমহলে খুব একটা ভালো ফলাফল করতে পারেনি। তার অন্যতম প্রধান কারণ, নেতাদের দুর্ব্যবহার, দুর্নীতি এবং বুথের সংগঠন ঠিকমতো পরিচালনা না করা। ফলাফল পর্যালোচনায় অন্তত এই সমস্ত দিক উঠে এসেছে। তাই আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে এখন থেকেই নতুন করে সংগঠনকে সাজাতে শুরু করেছে ঘাসফুল শিবির। সামনেই শারদ উৎসব। আর উৎসবের মরসুমে পেরিয়ে গেলেই 2021 এর বিধানসভা নির্বাচনে এসে উপস্থিত হবে।

তাই বিধানসভা ভোটের আগে এখন থেকেই ঘর গোছাতে পুজোর মধ্যেই বুথস্তর পর্যন্ত সমস্ত কমিটি গঠন করে নিতে চাইছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস। জানা গেছে, সামনের সপ্তাহ থেকেই পুরুলিয়া জেলার প্রতিটি ব্লকে কমিটি গঠনের কাজ শুরু করে দিতে চাইছে তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই এই ব্যাপারে ব্লক স্তরের নেতাদের জেলা কার্যালয়ে ডেকে আলোচনা শুরু করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার পুরুলিয়া বিধানসভার সমস্ত স্তরের কর্মীদের নিয়ে একটি বৈঠক করা হয়। শুক্রবার বাঘমুন্ডি বিধানসভার ঝালদায় তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মীসভা করা হয়। যেখানে বার্তা দেওয়া হয় আগামী বিধানসভা নির্বাচনে যাতে আরও ভালো ফল করা।

এছাড়াও সংগঠনকে মজবুত করে যাতে বিজেপিকে কুপোকাত করা যায়। অর্থাৎ সামনে পুজো থাকলেও, এখন তৃণমূলের কাছে আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য সংগঠনকে চাঙ্গা করাই প্রধান লক্ষ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাই পূজার মধ্যেও যাতে সংগঠনের কাজ নিয়ে কোনো খামতি না থাকে, তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চাইছে ঘাসফুল শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু বলেন, “জেলাজুড়ে বিধানসভা ভিত্তিক কর্মী সম্মেলনের মধ্যে দিয়ে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে. কর্মীসভাগুলোতে সব পক্ষের নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে। রবিবার থেকে ব্লক কমিটি গঠনের কাজ শুরু হবে। এবার প্রথম ব্লক কমিটিতে কাদের জায়গা দেওয়া হবে, সেই বিষয়ে ব্লকের গুরুত্বপূর্ণ সব নেতার সঙ্গে বসে আলোচনা করা হবে। ওই আলোচনার পর ব্লক কমিটির তালিকা তৈরি হবে। একইভাবে ওই বৈঠকে সবার সঙ্গে আলোচনা করে অঞ্চল সভাপতির নাম ঠিক করা হবে। জেলা থেকে কোনো নাম কোথাও চাপিয়ে দেওয়া হবে না।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, জেলা থেকে নাম চাপিয়ে দেওয়া হলে বুথের সংগঠন নিয়ে সমস্যা হতে পারে। তাই এখন জেলা নেতৃত্ব ব্লক স্তরের নেতাদের কাছ থেকে শুনেই কোন কোন এলাকায় কাকে দায়িত্ব দিলে ভালো ফল হবে, তা বুঝে নিতে চাইছে।

স্বাভাবিক ভাবেই এখন পুরুলিয়া জেলায় তৃণমূল নেতৃত্ব পরাজয়ের গ্লানি ভুলে হারের স্বাদ নেওয়ার জন্য এখন থেকেই সংগঠনকে মজবুত করার দিকে এগোতে শুরু করেছে। সব মিলিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের এই উদ্যোগ কতটা সফলতা পায় এবং এর ফলে তৃণমূল পুরুলিয়া জেলায় জয়ের মুখ দেখতে সক্ষম হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!