এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা চিকিৎসায় চিন্তা কমিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা সরকারের, জেনে নিন উপকার পাবেন আপনিও !

করোনা চিকিৎসায় চিন্তা কমিয়ে বড়সড় সিদ্ধান্ত মমতা সরকারের, জেনে নিন উপকার পাবেন আপনিও !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর। সরকারি উদ্যোগে বিনামূল্যে করোনা পরীক্ষা করা যাচ্ছে ঠিকই। তবে বেসরকারি ক্ষেত্রে পরীক্ষার খরচ যথেষ্ট বেশি ছিল এতদিন। কিন্তু এবার পুজোর আগে করোনা আবহে মানুষকে কিছুটা স্বস্তি দিতে সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। করোনা পরিস্থিতিতে টেস্ট থেকে চিকিৎসা সব নিয়ে উদ্বেগে আমজনতা। তাই এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে একগুচ্ছ সিদ্ধান্ত রাজ্য সরকারের।

এ প্রসঙ্গে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এতদিন পর্যন্ত বেসরকারি হাসপাতালে করোনা টেস্টের খরচ ছিল 2250 টাকা। কিন্তু এবার করোনা টেস্ট করা যাবে মাত্র 1500 টাকায়। উপরন্তু পূজার কয়েকদিন সর্বক্ষণের জন্য স্বাস্থ্য ভবন খোলা থাকবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। জুন মাসে করোনা টেস্টের খরচ কমিয়ে দিয়েছিল রাজ্য সরকার। সে সময় খরচ কমে এসে দাঁড়িয়েছিল 2250 টাকায়। তবে 12 ই অক্টোবর অর্থাৎ আজ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণার ফলে করোনা টেস্টের খরচ আরো অনেকটাই কমে গেল।

অন্যদিকে করোনা আবহের মাঝে শারদ-উৎসব ঘিরে মানুষের উৎসাহের মাঝে চিন্তার ভাঁজ ফেলেছে করোনা। এই পরিস্থিতিতে পুজোর আগেই হাসপাতালে ফ্রি বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। শুধুমাত্র বাঙুর হাসপাতালে আগামী কয়েক দিনের মধ্যেই 56 টি শয্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে রাজ্যজুড়ে করোনা হাসপাতালগুলিতে 496 টি শয্যা বাড়ানো হচ্ছে বলে খবর। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে করোনা হাসপাতালগুলিতে অ্যাম্বুলেন্স এর খরচ আবশ্যিকভাবে কম করতে হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যেতে বারবার হয়রানির শিকার হচ্ছেন রোগীর পরিজনেরা বলে জানা যাচ্ছে। লাগামছাড়া হারে ভাড়া চেয়ে বসে থাকছে অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ। তাই এবার রাজ্য সরকারের উদ্যোগে অ্যাম্বুলেন্স এর খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে করোনা হাসপাতালগুলি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আর কিছুদিনের মধ্যেই 2475 জন নার্স নিয়োগ করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে পুজোর সময় করোনা পরিস্থিতি এড়াতে বারবার জনগণের উদ্দেশ্যে মাস্ক পড়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি সামাজিক দূরত্ববিধি মেনে চলারও নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে পুজোর আগে যেভাবে রাস্তায় জনসমাগম বেড়ে গেছে পূজোর মার্কেটিং এর জন্য, আশঙ্কা করা হচ্ছে এবার লাগামছাড়া হরে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। সম্প্রতি দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে পৌঁছেছে প্রায় সাড়ে তিন হাজারের ওপর। উৎসবের মরসুমে সেই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে রাজ্যে করোনা পরীক্ষার খরচ বেশ কিছুটা কমে যাওয়ায় কিছুটা চিন্তা হ্রাস হবে সাধারণ মানুষের বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!