এখন পড়ছেন
হোম > জাতীয় > শাহিনবাগ আন্দোলনের ‘মুখ’ এবার কৃষক আন্দোলনেরও ‘মুখ’ হয়ে উঠতে গিয়ে পড়লেন বড়সড় বিপাকে?

শাহিনবাগ আন্দোলনের ‘মুখ’ এবার কৃষক আন্দোলনেরও ‘মুখ’ হয়ে উঠতে গিয়ে পড়লেন বড়সড় বিপাকে?


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ৮২ বছর বয়স্ক বিলকিস বানো যিনি শাহিনবাগের দাদি নামে পরিচিত। শাহিনবাগ আন্দোলনে তিনি বিশেষ নেতৃত্ব দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত পুলিশ দিল্লি- হরিয়ানা সীমান্ত থেকে আটক করে তাঁকে। শাহিনবাগের আন্দোলনের বিশেষ মুখ কৃষক আন্দোলনের মুখ হতে গিয়ে পড়লেন বিপাকে।

প্রসঙ্গত, দিল্লির সীমান্ত জুড়ে তীব্র হয়ে উঠেছে নয়া কৃষিঋণ বিরোধী আন্দোলন। গত সেপ্টেম্বর মাসে পাস হওয়া নয় কৃষি আইন নিয়ে কিছুদিন ধরেই চলছে তীব্র বিক্ষোভ। শীতের কামড়কে উপেক্ষা করে দিল্লির বিভিন্ন সীমানায় প্রতিবাদে একত্রিত হয়েছে বিভিন্ন কৃষক সংগঠন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শর্তসাপেক্ষে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। তবে, বিক্ষুব্ধ কৃষকরা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এবার, আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠকে বসার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল মঙ্গলবার কৃষকদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন শাহিনবাগের দাদি বিলকিস বানো। সে সময় তিনি জানিয়েছিলেন যে, তাঁরা হচ্ছেন কৃষকদের মেয়ে, তাদের কথা শুনতে হবে সরকারকে। শেষপর্যন্ত তাঁকে আটক করে পুলিশ। ইতিপূর্বে, অপর এক বৃদ্ধার কৃষক বিদ্রোহে যোগদান করার ছবি ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়াতে। যে বৃদ্ধার ছবি দেখে, অনেকেই তাঁকে শাহিনবাগের দাদি বলে দাবি করেছিলেন। সেই বৃদ্ধার ছবি টুইটারে শেয়ার করে অভিনেত্রী কঙ্গনা রানাউত লিখেছিলেন যে, ১০০ টাকা খরচ করলেই একে পাওয়া যায়। তার এই মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক উঠেছিল। কিন্তু গতকাল সত্যি সত্যিই কৃষক আন্দোলনে যোগদান করলেন শাহিনবাগের দাদি।

শাহিনবাগ আন্দোলনের মুখ হয়ে ওঠা অশীতিপর বৃদ্ধ বিলকিস বানোর স্বামীর মৃত্যু হয়েছে ১১ বছর আগে। সম্প্রতি শাহিনবাগে নাতি, নাতনিদের সঙ্গে তিনি বসবাস করছেন। টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০০০ সালের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে স্থান পেয়েছেন তিনি। আবার বিবিসি প্রকাশিত বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকায়ও স্থান পেয়েছেন তিনি। শাহিনবাগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সিএএ বিরোধী আন্দোলনের মুখে উঠেছিলেন এই অশীতিপর এই বৃদ্ধা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!