এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘কালীঘাটের টালির ছাদের নিচেই জমছে কাটমানি!’ – ফের বিস্ফোরক দিলীপ

‘কালীঘাটের টালির ছাদের নিচেই জমছে কাটমানি!’ – ফের বিস্ফোরক দিলীপ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় কাণ্ডে যখন রাজ্য রাজনীতি উত্তাল, সেইসময় রাজীব ব্যানার্জির কথার সমর্থনে এদিন মুকুল রায়কে বলতে শোনা গিয়েছিল, যাঁরা প্রথম থেকে লড়াই করে তৃণমূল দল তৈরি করেছে, রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁদের মনের কথা বলেছেন। সেইসঙ্গে রাজীব ব্যানার্জির তৃণমূলের দিপাস্বপ্ন দেখার কথায় মুকুল রায় বলেন, জনগনই হচ্ছে আসল বিচারক। তাঁরাই ভবিষ্যতে বিচার করবেন।

আর এহেন মন্তব্যের পর তাঁর কথার প্রেক্ষিতকে বস্তুত, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন, যেখানে ঘরভাঙার খেলা শুরু হয়েছে, সেখানে মুকুল রায়ের এই মন্তব্য অনেকটাই তাৎপর্যপূর্ণ। তবে এখানেই থেমে থাকেননি তিনি। এরই মধ্যে রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের মুকুন্দপুরে কিষাণ মোর্চার সভায় যোগ দিতে দেখা গেছে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে।

আপনার মতামত জানান -

সেখান থেকেই তিনি সকলকে কৃষকদের কথা ভেবে মোদি কী কী করেছেন তার বার্তা দেন। তাঁর কথায়, মোদি কৃষকদের কষ্ট বোঝেন বলেই জানিয়েছেন। আর সেই কারণেই তিনি আলুর সহায়ক মূল্য বাড়িয়েছেন বলেও জানান তিনি। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন, আলু-পেঁয়াজের দাম বৃদ্ধি-সহ একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের ভুল রয়েছে।

এদিন সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, “আলুর কাটমানির টাকা যাচ্ছে কালীঘাটের টালির ছাদের নিচে। সব ওখানে জমছে।” তাঁর কথায়, “দিদিমণি সব কিছুরই বিরোধিতা করেন। কারণ উনি মানুষের কথা ভাবেন না।” অন্যদিকে, সম্প্রতি কয়লা পাচার, গরু পাচার কাণ্ড প্রসঙ্গে রাজ্য জুড়ে যে তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, সেটা প্রায় সকলের জানা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে এদিন এই বিষয়ে বলতে গিয়ে মেদিনীপুরের সাংসদ জানিয়েছেন, “সব পাচার বন্ধ। কেন্দ্রীয় সংস্থা তদন্তে নেমেছে। সব সত্য এবার প্রকাশ্যে আসবেই”। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রীয় সংস্থার তদন্ত সম্পর্কে কটাক্ষ করার পাল্টা জবাব দিয়ে তিনি বলেন, “যেখানে যা হচ্ছে উনি চিংড়ি মাছের মতো লাফাচ্ছেন।”

সেইসঙ্গে তিনি বলেন, “চিন্তায় দিদিমণি শুকিয়ে যাচ্ছেন। দেখে মায়া হয়। উনি ক্ষমতায় থেকেও এই অবস্থা। আর আমরা ক্ষমতায় না থেকেও দিব্যি আছি।” অন্যদিকে, মুখ্যমন্ত্রীকে আমফানের ত্রাণ নিয়েও হুঁশিয়ারি দিতে শোনা গেছে তাঁকে। এদিন তিনি এই প্রসঙ্গে বলেন, “কোনও ধান্দাবাজি চলবে না।” যদিও এই ঘটনার পর আপাতত শাসকদলের তরফে কি জবাব আসে সেটাই দেখার অপেক্ষা।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!