এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার কলকাতাতেও ফোটাতে হবে পদ্ম! একলাফে সদস্য সংখ্যা বাড়াতে বড়সড় পদক্ষেপ গেরুয়া শিবিরের

এবার কলকাতাতেও ফোটাতে হবে পদ্ম! একলাফে সদস্য সংখ্যা বাড়াতে বড়সড় পদক্ষেপ গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গে 2021 সালে ক্ষমতা দখল করতে তৎপর ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই কিভাবে সংগঠনের শ্রীবৃদ্ধি করে নবান্ন দখল করা যাবে, তার জন্য ব্লু প্রিন্ট তৈরি করছে গেরুয়া শিবির। তবে রাজ্যের বিভিন্ন অংশ দখল করার পরিকল্পনা তৈরি হলেও, কলকাতায় সংগঠনকে শক্তিশালী করা যে অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।

এখান থেকেই সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয়। সেদিক থেকে বিজেপি যদি সেই কলকাতাতে তাদের সংগঠনকে মজবুত করতে না পারে, তাহলে তারা কিভাবে প্রাণকেন্দ্রে ক্ষমতা দখল করবে, তা নিয়ে সংশয় রয়েছে। তাই এই পরিস্থিতিতে এবার কলকাতাতে সংগঠনের দিকে বাড়তি নজর দিতে তৎপর ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, সম্প্রতি কলকাতা উত্তরের এবং দক্ষিণের বিজেপির জেলা সভাপতি বদল হয়েছে। আর দায়িত্ব পেয়েই কলকাতা উত্তরের নতুন বিজেপি সভাপতি শিবাজী সিংহ রায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে, “আমার পরিবার বিজেপি পরিবারের” সদস্য সংগ্রহ অভিযানে 70 হাজার টার্গেট রয়েছে। শুধু তাই নয়, আগামী দিনে বিধানসভা থেকে পৌরসভা, কলকাতার ক্ষমতা বিজেপির হাতেই থাকবে বলে জানিয়ে দিয়েছেন এককালের দাপুটে এই কংগ্রেস নেতা।

এদিন উত্তর কলকাতা বিজেপির সভাপতি শিবাজী সিংহ রায় বলেন, “কর্পোরেশনের 60 টি আসনের মধ্যে 35 থেকে 40 টা আসন, কলকাতা (উত্তর) লোকসভার মধ্যে সাতটি বিধানসভা আসনে আমরাই জিতব।” কিন্তু এখনও পর্যন্ত যেখানে বিজেপির সংগঠন অতটা শক্তিশালী নেই বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে, সেখানে তিনি কি করে এতটা নিশ্চিত হচ্ছেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে শিবাজীবাবু বলেন, “এই এলাকাটা খুব ভালো করে চিনি। এখানকার ভোটারদের আবেগের জায়গা হল বাঙালিয়ানা। স্বামী বিবেকানন্দ জন্মেছেন উত্তর কলকাতায়, শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতার বহুস্থানে এসেছেন। আমরা বাঙালির সেই আবেগকে ধরতে চাই। সোজাকথা জনসংযোগ বাড়াতে হবে। এলাকার মানুষের আপদে-বিপদে পাশে আছি, এই ভরসার জায়গাটা তৈরি করাই বড় চ্যালেঞ্জ।” কিন্তু তিনি যেভাবে আত্মপ্রত্যয়ের সঙ্গে মন্তব্য করছেন, তা কতটা সফল হবে?

কেননা এখনও পর্যন্ত বিজেপির সংগঠন শক্তিশালী নেই বলে সকলেই অনুযোগ করতে শুরু করেছেন! এদিন এই প্রসঙ্গে শিবাজীবাবু বলেন, “সংগঠনের পরিকাঠামোগত কিছু দুর্বলতা ছিল। সেই জায়গাগুলো বের করেছি, সংশোধন করেছি। আরও বেশি করে মানুষের কাছে যাচ্ছি। ইতিমধ্যেই আমরা বাগমারি অঞ্চলের সদস্য সংগ্রহ অভিযানে বেরিয়ে প্রচুর সাড়া পাচ্ছি। আমি আশাবাদী, একুশে কলকাতা উত্তর থেকে বিজেপি যথেষ্ট সংখ্যায় আসন পাবে।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দায়িত্ব নেওয়ার পর এখন রীতিমত সংগঠনকে চাঙ্গা করে এলাকায় বিজেপির ভিতকে শক্তিশালী করতে চাইছেন কলকাতা উত্তরের নতুন বিজেপি সভাপতি শিবাজী সিংহ রায়। কিন্তু যেভাবে তিনি পৌরসভা এবং বিধানসভা নির্বাচনে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে ব্যাপক আসন পাওয়ার কথা জানিয়ে দিলেন, তাতে তিনি তা কতটা বাস্তবে ফলপ্রসূ করতে পারেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!