এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দুপুরে সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন, বিকালেই নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হতে পারে

দুপুরে সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন, বিকালেই নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ হতে পারে


মনোনয়ন পর্বের শেষদিনে বিরোধীদের অভিযোগের ভিত্তিতে মনোনয়নের জন্য আরো অতিরিক্ত একদিন ধার্য করেন রাজ্য নির্বাচন কমিশনার। পরে অবশ্য রাত না পেরোতেই সেই নির্দেশিকা প্রত্যাহার করে নেন তিনি। ফলে বিরোধীরা আদালতে যায়, গতকাল আদালতের রায়ে বিচারপতি সুব্রত তালুকদার স্পষ্ট জানিয়েছেন মনোনয়নের জন্য অতিরিক্ত ১ দিন দিতেই হবে। ফলে স্বভাবতই আগের ঘোষিত নির্বাচনী নির্ঘন্ট বদলে যেতে চলেছে। সামনেই রমজান মাস আর তারপরেই বর্ষা – এইসব কিছু পরিপ্রেক্ষিত আলোচনা করতে আজ দুপুর ১ টায় সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সূত্রের খবর, সর্বদল বৈঠকে সমতের ভিত্তিতে নতুন করে নির্বাচনী নির্ঘন্ট বিকেল বা সন্ধ্যের দিকে প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। গতকাল আদালতের রায় বেরোনোর পর নির্বাচন কমিশন জানিয়েছিল রায়ের কপি হাতে পেয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে। সেই রায়ের কপি হাতে পেতেই আপৎকালীন ভিত্তিতে গতকাল সন্ধ্যেতে বৈঠকে বসেন নির্বাচন কমিশনের কর্তারা। আর তারপরেই এই সর্বদল বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!