এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “ইডি, সিবিআই দিয়ে কিছুই হবে না” হঠাৎ কেন আত্মপ্রত্যয়ী অভিষেক!

 “ইডি, সিবিআই দিয়ে কিছুই হবে না” হঠাৎ কেন আত্মপ্রত্যয়ী অভিষেক!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কয়লা থেকে গরু, এমনকি এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের পক্ষ থেকে তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীকে জেরা করা হয়েছে। স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত তেমন ভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি সিবিআই। আর এই পরিস্থিতিতে সিবিআই থেকে ইডি, কেউ কিচ্ছু করতে পারবে না বলে জানিয়ে দিবেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই তিনি কেন হঠাৎ করে এই কথা বললেন, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকে বলছেন, তাহলে কি গোপনে গোপনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং হয়ে গিয়েছে! আর সেই কারণেই প্রকাশ্য সভা থেকে এত আত্মপ্রত্যয়ী ভূমিকায় দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে!

সূত্রের খবর, এদিন হলদিয়ায় একটি সভায় উপস্থিত হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আজ যারা ভাবছে, মানুষের টাকা নিয়ে নয়ছয় করব, ইডির পেছনে লাগিয়ে দেব, ওর পেছনে লাগিয়ে দেব, তারা কিছুই করতে পারবে না। আমার পেছনে তো ইডি, সিবিআই লাগিয়েছ। কি করতে পেরেছ! তোমার ইডি, সিবিআই আমাকে দুবার দিল্লিতে ডেকেছে। আমার মাথা নত করেছে দুইবার। আর তোমার মাথা নত করেছি আমি দুইবার।”

একাংশ বলছেন, একের পর এক নেতা, মন্ত্রীকে দুর্নীতির ঘটনায় সিবিআই জেরা করছে ঠিকই। কিন্তু তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। সেদিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যের মধ্য দিয়ে তারা যে অনেকটাই কনফিডেন্ট, তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!