এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ইডির মুখোমুখি অভিষেক, কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে একি বললেন তৃণমূল সাংসদ!

ইডির মুখোমুখি অভিষেক, কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে একি বললেন তৃণমূল সাংসদ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কয়লা পাচারের ঘটনায় আজ ইডির পক্ষ থেকে কলকাতার অফিসে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর সেই মতো করেই তিনি ইডির মুখোমুখি হয়েছিলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা নিয়ে এবার কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। যেখানে প্রতিহিংসা ভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে সৌগত রায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল সাংসদ বলেন, “কেন্দ্রীয় সরকার প্রতিহিংসা মূলকভাবে ইডি এবং সিবিআইকে ব্যবহার করছে। যখনই বড় কোনো সমাবেশ হয়, তারপরেই আমাদের কোনো নেতাকে নোটিশ পাঠানো হয়। কর্মীদের মনবাল ভেঙে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু অভিষেককে এর আগেও যতবার ডেকেছে, সে সমন অগ্রাহ্য করেনি। সে তার মতো করে জবাব দিয়েছে।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আবারও পক্ষপাতমূলক বলে কটাক্ষ করলেন এই বর্ষীয়ান তৃণমূল সাংসদ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!