এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ইডির নোটিশের মুখে রুজিরা, হাজিরা দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় সংস্থার!

ইডির নোটিশের মুখে রুজিরা, হাজিরা দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় সংস্থার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ফের কি সক্রিয় হতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা! আজ সকালে দমদম বিমানবন্দরে পৌঁছলে বিদেশ যেতে বাধা দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। আর সেখানেই তাকে নোটিশ ধরিয়ে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, আগামী 8 তারিখে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

সূত্রের খবর, এদিন ইডির পক্ষ থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। মূলত, কয়লা কান্ডের জন্যেই তাকে এই নোটিশ বলে খবর। জানা গিয়েছে, আগামী 8 জুন তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। স্বভাবতই ইডির এই নোটিশকে কেন্দ্র করে কার্যত শোরগোল পড়ে গিয়েছে রাজ্যজুড়ে।

বলা বাহুল্য, এদিন সকালে নিজের সন্তানদের নিয়ে দুবাই যাওয়ার জন্য দমদম বিমানবন্দরে হাজির হয়েছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেই তাকে অভিবাসন দপ্তরের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। জানিয়ে দেওয়া হয়, ইডির লুকআউট নোটিশ রয়েছে। সেই কারণে তাকে বিদেশ যেতে দেওয়া হবে না। আর এরপরেই আদালত অবমাননার মামলা করার জন্য চিন্তা ভাবনা শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমতাবস্থায় ইডির পক্ষ থেকে কয়লা কান্ডের জন্য হাজিরা দিতে বলে সেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে নোটিশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!