এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এবার ইডির জালে হেভিওয়েট রাজনীতিবিদ ও ভাইপো? বাড়ছে জল্পনা

বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এবার ইডির জালে হেভিওয়েট রাজনীতিবিদ ও ভাইপো? বাড়ছে জল্পনা

রাজনীতিতে কোন অংক কোথায় গিয়ে মেলে তা বলতে পারবেন না কেউই। বর্তমানে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে কংগ্রেস এনসিপি জোট বেঁধে লড়াই করছে। নিজেদের মধ্যে আসন ভাগাভাগির পর্বও চুকিয়ে ফেলেছে তারা। কিন্তু বিজেপি শিবসেনার সঙ্গে জোট করলেও তাদের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে।

আর এই পরিস্থিতিতে যখন কেন্দ্রের শাসক দল বিজেপি কিছুটা চাপে রয়েছে, ঠিক তখনই এনসিপির ওপর চাপ বাড়াতে আর্থিক দুর্নীতির অভিযোগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, তার ভাইপো অজিত পাওয়ার এবং 70 জনের বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি। কিন্তু হঠাৎ কি কারণে এই মামলা দায়ের করা হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে? তদন্তকারী সংস্থার দাবি, মহারাষ্ট্র স্টেট কো-অপারেটিভ ব্যাংকের আর্থিক দুর্নীতির অভিযোগেই এই মামলা দায়ের করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, শরদ পাওয়ারের ভাইপো সহ 70 জনের বিরুদ্ধে 420, 409, 406, 465, 467 এবং 120 বি ধারায় এই মামলা দায়ের করা হয়েছে। মূলত ইডির পক্ষ থেকে এই ব্যাপারে যে মামলা করা হয়েছে, তা পুলিশি এফআইআরের সমান। জানা যায়, শরদ পাওয়ার সহ একাধিক ব্যক্তি ব্যাংকের একাধিক ডিরেক্টর আরবিআইয়ের নিয়ম ভেঙে অত্যন্ত কম সুদে চিনি কারখানার জন্য ঋণ পাইয়ে দিয়েছিল। যার জেরে ঋণ খেলাপিদের অধিগৃহীত সম্পত্তি অত্যন্ত কম দামে বিক্রি করা হয়েছে।

ফলে গত 2007 সালের জানুয়ারি মাস থেকে 2017 সালের 31 ডিসেম্বরের মধ্যে প্রায় 25 হাজার কোটি টাকা লোকসানের মুখে পড়তে হয়েছিল। আর এই বিপুল পরিমাণ দুর্নীতি ঢাকতেই অভিযুক্ত ব্যক্তিরা সমস্ত কাগজপত্র লোপাট করেছিলেন বলে অভিযোগ উঠেছে। আর এই ব্যাপারে এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে এনসিপি দল এবং শরদ পাওয়ারের ওপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এহেন চাপ অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!