এখন পড়ছেন
হোম > জাতীয় > আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরে গেলে ভারত-মার্কিন সম্পর্কে কি প্রভাব পড়বে?

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প হেরে গেলে ভারত-মার্কিন সম্পর্কে কি প্রভাব পড়বে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- মার্কিন নির্বাচন শেষে ডোনাল্ড ট্রাম্পের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন জো বিডেন। জানা গেছে, ২৬৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন তিনি।অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট। এমন পরিস্থিতিতে নির্বাচন শেষে যদিও ৫৩৮ আসনের ইলেকট্রোরাল কলেজের ম্যাজিক ফিগার ২৭০ কেউই ছুঁতে পারেননি বলেই জানা গেছে।

জানা গেছে মার্কিন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, টেক্সাস, লুইজিয়ানা, টেনেসি, সাউথ ক্যারোলিনা, আলাবামা, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, ওকলাহমা, কেন্টাকি ও ইন্ডিয়ানাতে জিতেছেন। সেইসঙ্গে আইওয়ার ৩টি ইলেক্টরাল ভোটও ট্রাম্পের পক্ষেই গিয়েছে বলে জানা গেছে।

যেখানে জো বিডেন এখনও পর্যন্ত উইসকনসিন, মিশিগান, নিউ মেক্সিকো, নিউ হ্যাম্পশায়ার, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, মেরিল্যান্ড, ভারমন্ট, কানেক্টিকাট, ডেলাওয়ার ও কলোরাডোতে জিতেছেন বলে জানা গেছে। এছাড়া, হাওয়াই, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া এবং ইলিনেও জয় হয়েছে তাঁর। তবে বিষয় হল, এই বিষয়টা যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ওপর প্রভাব বিস্তার করবে সে কথা মনে করেছেন অনেক কূটনৈতিকই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক দুই দেশের রাষ্ট্রনায়কদের হাতে গড়ে ওঠে বলেই মনে করা হয়। তবে এ বিষয়ে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে আশ্বস্ত করতে দেখা গেছে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে। যেখানে তাঁকে বলা হয় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে যথেষ্ট ভালো।

দুজনে দুজনকে বন্ধু বলেই পরিচয় দিয়ে থাকেন। তবে এক্ষেত্রে যদি মার্কিন রাষ্ট্রপতি হিসেবে জো বিডেন নির্বাচন হন, তবে দেশের সম্পর্ক কেমন হবে! এ বিষয়ে বলতে গিয়ে ভারতের বিদেশ সচিব জানান, ডোনাল্ড ট্রাম্পের আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গেও বর্তমান প্রধানমন্ত্রীর ভালো সম্পর্ক ছিল। তাই সে দেশের রাষ্ট্রপতি যদি বদলও হয়, তবে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো প্রভাব পড়বে না বলেই মনে করেন তিনি।

সেইসঙ্গে তিনি বলেন, মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের ওপর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নির্ভর করবে না। বস্তুত, আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক নির্ভর করে দ্বিপাক্ষিক সমর্থনের ওপর। দু’‌দেশের সম্পর্ক অনেক গভীর এবং বহুদিকে বিস্তৃত বলেই জানিয়েছেন তিনি। সেইসঙ্গে দুটি দেশ বেশ কয়েকটি বিষয়ে একে অপরের ওপর নির্ভারশীল এবং দুটি দেশের একটি কৌশলগত দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!