এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ইডির হাতে গ্রেপ্তার বিকাশ মিশ্র, কি প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর?

ইডির হাতে গ্রেপ্তার বিকাশ মিশ্র, কি প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল দিল্লি থেকে ইডি গ্রেফতার করেছে যুব তৃণমূল নেতা ও ব্যবসায়ী বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে। প্রায় একমাস ধরে দিল্লিতে আত্মগোপন করেছিলেন তিনি। সিবিআই ও ইডি তাকে বারবার তলব করলেও, উপস্থিত হতে দেখা যায়নি তাকে। এবার, এ প্রসঙ্গে বিশেষ বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন যে, কান ধরে ফেলেছে, এবার ধরতে হবে মাথাকে।

প্রসঙ্গত, কয়লা পাচার কান্ড ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র এখনো পর্যন্ত ফেরার। তার বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে সিবিআই। আর দিল্লি থেকে গতকাল ইডির জালে ধরা পড়েছেন তার ভাই বিকাশ মিশ্র। আদালতে পেশ করে তাকে ৬ দিনের হেফাজতে নেওয়ার ব্যবস্থা করেছে ইডি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গোয়েন্দা সূত্রে জানা গেছে যে, ব্যবসায়ী বিনয় মিশ্রের একাধিক ব্যবসায়ী কারবারের ডানহাত ছিলেন তার ভাই বিকাশ মিশ্র। তাই, বিকাশ মিশ্রকে ধরতে পারলেই, কোথায় কোথায়? কার কার কাছে অবৈধ টাকা পৌঁছেছে? কে কে অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ছিলেন? সে বিষয়ে জানা যাবে বলে আশাবাদী গোয়েন্দারা।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, দাদার ব্যবসাতে বিরাট ভূমিকা থাকা বিকাশ মিশ্র দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজ্যে পালিয়ে বেড়াচ্ছিলেন। দাদার মতো তিনিও বিদেশে পালাবার চেষ্টা করতে পারেন, অনুমান ছিল গোয়েন্দাদের। তবে শেষ পর্যন্ত দিল্লি থেকে ইডির হাতে ধরা পড়লেন বিকাশ মিশ্র। এবার এ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী।

বিকাশ মিশ্রর গ্রেপ্তারি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানালেন যে, কান ধরে ফেলেছে, এবার ধরতে হবে মাথাকে। তিনি অভিযোগ করেছেন, বিনয় মিশ্র, বিকাশ মিশ্র এরা ছিল কালেক্টর। কয়লা, গরু পাচারের টাকা পৌঁছে যেতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনে। এবার ধরতে হবে তোলাবাজ ভাইপোকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!