কাঁথি কাণ্ডে নয়া মোড়, এবার শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ মেদিনীপুর রাজ্য January 30, 2019 বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভাকে ঘিরে গতকাল শাসক-বিরোধী আক্রমণ পাল্টা আক্রমণে রনক্ষেত্র হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের কাঁথি। আর কাঁথির সেই আক্রমণের রেশ এবার ছড়িয়ে পড়ল খোদ কলকাতাতেও। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল কাঁথিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভা শেষ হওয়ার পরেই সেই সভার উদ্দেশ্য আসা বিভিন্ন বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি শাসক দলের কর্মী-সমর্থকরা ভাঙচুর করে বলে অভিযোগ করে বিজেপি। আর এরপরই বিজেপির পক্ষ থেকে শাসক দলের দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হয় বলে তুমুল অভিযোগ উঠতে শুরু করে। আর এই তুমুল সংঘর্ষে ইতিমধ্যেই শাসক-বিরোধী দু’পক্ষ সহ একাধিক পুলিশ কর্মী এবং 20 জন আহত হয়েছে বলে জানা গেছে। আর দলের সর্বভারতীয় সভাপতির সভা শেষের পরেই তাঁদের ওপর হামলার প্রতিবাদে আজ কলকাতায় একটি বিক্ষোভ মিছিল বের করে বিজেপি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সূত্রের খবর, সেন্ট্রাল অ্যাভিনিউয়ে বিজেপির এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। আর এই মিছিল চলাকালীন সেইখানে এসে পড়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কনভয়। জানা যায়, গাড়ির সামনেই বসেছিলেন শিক্ষামন্ত্রী। আর শিক্ষামন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে বিজেপি কর্মী সমর্থকদের পক্ষ থেকে চাপড় মারা হয়। এমনকি শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে কালো পতাকাও দেখান বিজেপির কিছু কর্মীরা। এদিকে পুলিশের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর গাড়িকে অন্য রাস্তা দিয়ে বের করিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হলে বিজেপির কর্মী-সমর্থকেরা মাইক্রোফোনে জোরে জোরে স্লোগান দিয়ে বলতে থাকে “পার্থ চোর, পার্থ পালাচ্ছে।” সব মিলিয়ে এবার কাঁথি কান্ডের পাল্টা বিজেপি কর্মী সমর্থকদের দ্বারা উত্তপ্ত হয়ে উঠল শহর কলকাতা। আপনার মতামত জানান -