এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > “ছাত্রদরদী” হয়ে বার্তা শিক্ষামন্ত্রীর! পাল্টা দিলেন আন্দোলনকারী পার্শ্বশিক্ষকরা

“ছাত্রদরদী” হয়ে বার্তা শিক্ষামন্ত্রীর! পাল্টা দিলেন আন্দোলনকারী পার্শ্বশিক্ষকরা


প্রায় অনেকদিন হয়ে গেল পার্শ্বশিক্ষকরা অবস্থানে বসে রয়েছেন। তবুও সরকারের পক্ষ থেকে তাদের প্রতি কোনো সবুজসংকেত আসতে দেখা যায়নি। যার ফলে সেই পার্শ্বশিক্ষকদের মনে তৈরি হয়েছে অসন্তোষ। তাদের দাবি-দাওয়া না মিটলে বা সরকার তাদের সঙ্গে আলোচনায় না বসলে তার আমরন অনশন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন সেই শিক্ষক সমাজের প্রতিনিধিরা।

এরপরেও সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক বার্তা আসেনি। আর একের পর এক বিরোধী রাজনৈতিক দল থেকে বিভিন্ন সমাজসেবী সংগঠন, সেই পার্শ্বশিক্ষকদের মঞ্চে হাজির হয়ে তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন, ঠিক তখনই সরকারের এই মহানুভবতার অভাব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ।

আর এই পরিস্থিতিতে এবার ছাত্রদের কথা মাথায় রেখে সেই শিক্ষকদের আন্দোলন থেকে সরে আসার আবেদন জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু দূরে থেকে কেন তিনি এই আবেদন জানাচ্ছেন! কাছে গিয়ে সেই শিক্ষকদের মান ভাঙাতে পারছেন না কেন! তা নিয়ে বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

সূত্রের খবর, রবিবার এক অনুষ্ঠানে থেকে আন্দোলনরত পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা শিক্ষকদের প্রতি সহানুভূতিশীল। তারপরও রাস্তায় নেমে ছাত্রদেরকে বিঘ্নিত করা হচ্ছে। এটা ঠিক হচ্ছে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি এমন অনশন তাদের স্বাস্থ্যের পক্ষে যেমন ভালো নয়, তেমন সমাজের পক্ষেও ভালো নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তবে শিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যের পরই পাল্টা সরব হয়েছেন সে আন্দোলনকারী শিক্ষকরা। এদিন এই প্রসঙ্গে পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগিরথ ঘোষ বলেন, “উনি কোথায় কি বলছেন জানি না। কিছু বলতে হলে যেন আমাদের ডেকে বলেন।”

এদিকে এদিন সরকারের তরফে এই আন্দোলনকারীদের জন্য কোনো বায়োটয়লেট বা পানীয় জলের ব্যবস্থা না করাতেও সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন সেই ভগিরথবাবু। তিনি বলেন, “অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও সরকার করেনি। তাই বাধ্য হয়ে অসুস্থদের অটো করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

তবে বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের উদ্যোগে এদিন ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। এদিকে এদিন এই পার্শ্বশিক্ষকদের পাশে থেকে অনুষ্ঠান মঞ্চে তাদের সঙ্গে দেখা করতে আসেন এসইউসিআইয়ের রাজ্য সম্পাদক চন্ডীদাস ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

তবে সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী এদিনের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে এই আন্দোলনকে বন্ধ করার পরামর্শ দিলেও, কেন তাদের সঙ্গে আলোচনায় বসছে না সরকার! তা নিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে। আর এই ঘটনা ইস্যু করেই এখন আরও বেশি করে সরব হতে শুরু করেছেন আন্দোলনকারী পার্শ্বশিক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!