এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এগরা বিস্ফোরনেও তৃণমূল যোগ! মূল অভিযুক্তের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে, চাপে নবান্ন!

এগরা বিস্ফোরনেও তৃণমূল যোগ! মূল অভিযুক্তের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে, চাপে নবান্ন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে বোমা বন্দুকের আঁতুঘর তৈরি হয়ে গিয়েছে বলে মাঝেমধ্যেই অভিযোগ করে বিরোধীরা। কিন্তু এমন ঘটনা যে ঘটতে পারে, তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। হঠাৎ করেই মঙ্গলবার এগরায় একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। আর সেই বিস্ফোরণে ঘরের চাল উড়ে যাওয়া থেকে শুরু করে প্রচুর মানুষের প্রাণ চলে যায়। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কত, তার সঠিক তথ্য জানা সম্ভব হয়নি। আর এই ঘটনার পরেই এই বাজি কারখানার মালিক ভানু বাগের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন।

 

বিরোধীদের পক্ষ থেকে যখন এনআইএ তদন্তের দাবি করা হচ্ছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এনআইএ তদন্ত হলে তার কোনো অসুবিধা নেই। কিন্তু সত্যিই কি এই ঘটনায় অসুবিধে নেই রাজ্যের শাসকদলের! কেননা বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন এই বেআইনি বাজি কারখানার মালিক তথা মূল অভিযুক্ত ভানু বাগ‌। আর সেই তথ্য সামনে আসার পরেই রীতিমতো শাসক শিবিরের চাপ বাড়াতে শুরু করেছে বিরোধীরা।

প্রসঙ্গত উল্লেখ্য, এদিন এগড়ায় ভয়াবহ বিস্ফোরণের পরেই সেই বেআইনি বাজি কারখানার মালিকের পরিচয় নিয়ে খোঁজখবর শুরু হয়। জানা যায়, 1998 সালে একবার এই বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল। তারপর 2001 সালে আরও একবার বিস্ফোরণ হয়। যেখানে বেশ কিছু মানুষ মারা যান। কিন্তু তারপরেও হুশ ফেরেনি ভানু বাগের। এমনকি স্থানীয় পুলিশ প্রশাসন কেন এই বেআইনি বাজি কারখানা বন্ধ করতে সক্রিয় হয়নি, তা নিয়েও প্রশ্ন উঠছে।

যদিও বা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, একবার গ্রেপ্তার করা হয়েছিল ভানু বাগকে। কিন্তু আদালত থেকে তিনি জামিন পেয়ে গিয়েছেন। তবে এতসবের পরেও যে প্রশ্নটা বারবার করে উঠছে যে, এই ভানু বাগ একসময় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন। ফলে এই গোটা ঘটনায় কিছুটা হলেও যে অস্বস্তিতে রাজ্যে শাসক দল এবং রাজ্য সরকার, তাতে একমত সমস্ত মহল।যদিও বা ভানু ভাগের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, এত বড় ঘটনায় যে তাকে কোনোভাবেই রেয়াত করা হবে না, তা স্পষ্ট করে দিচ্ছে প্রশাসন।

তাদের বক্তব্য, দল মত রং না দেখে প্রশাসন ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে। সঠিক তদন্তের মধ্যে দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ইতিমধ্যেই এই ঘটনায় মূল অভিযুক্ত অগ্নিদগ্ধ অবস্থায় বাইকে চেপে ওড়িশার দিকে রওনা দিয়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ফলে যার জন্য এই বাজি কারখানার রমরমা হয়েছে, সেই ভানু বাগের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে কবে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় রাজ্যের সিআইডি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!