এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এগড়ায় বিক্ষোভের মুখে পড়েই বিস্ফোরক মানস, রাম-বাম বলে কটাক্ষ মন্ত্রীর!

এগড়ায় বিক্ষোভের মুখে পড়েই বিস্ফোরক মানস, রাম-বাম বলে কটাক্ষ মন্ত্রীর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- এগরায় ভয়াবহ বিস্ফোরণের পরেই আজ দুপুরে তৃণমূলের প্রতিনিধি দল এলাকায় পৌঁছে গিয়েছিল। কিন্তু তারা এলাকায় পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ। যেখানে তৃণমূলের প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান ওঠে। আর এরপরেই সেই বিক্ষোভের পেছনে কারা জড়িত, সেই ব্যাপারে বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি দাবি করেন, এটা রাম-বামের একটা চক্রান্ত। তবে এই রাম-বাম বলতে তিনি কাকে বুঝিয়েছেন, তা অবশ্য স্পষ্ট করেননি রাজ্যের এই বর্ষিয়ান মন্ত্রী।

প্রসঙ্গত, এদিন এগরাতে প্রবেশ করতেই তৃণমূলের প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখানো হয়। আর তারপরেই গ্রাম ছাড়েন মানস ভূঁইয়া, দোলা সেন, সৌমেন মহাপাত্ররা। তবে গ্রামবাসীদের এই বিক্ষোভ নাকি কেউবা কারা শাসকদলকে মেলায়ন করতেই বিক্ষোভ করেছে তা নিয়ে অবশ্য স্পষ্ট করে মুখ খোলেননি তৃণমূলের প্রতিনিধি দলের কেউ তবে এই ব্যাপারে ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। এদিন এই ব্যাপারে প্রশ্ন করতেই তিনি বলেন, “কারা আন্দোলন করছে, কি করে বলব। তবে আমি দীর্ঘদিন বিধায়ক রয়েছি। আমি সিপিএমের বহু এরকম দেখেছি, এখন রাম বামের দেখছি।” তবে এই রাম, বাম বলতে তিনি কাকে বোঝাচ্ছেন, সেই কথা অবশ্য ধোঁয়াশার মধ্যেই রেখেছেন রাজ্যের সেই বর্ষিয়ান মন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!