এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এই বিশেষ পুরস্কার থেকে এবার নাম মুছতে চলেছে রাজীব গান্ধীর, উদ্ভাসিত হতে চলেছেন এই কিংবদন্তি

এই বিশেষ পুরস্কার থেকে এবার নাম মুছতে চলেছে রাজীব গান্ধীর, উদ্ভাসিত হতে চলেছেন এই কিংবদন্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার থেকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদল হতে চলেছে। এর নতুন নাম করা হবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আজ একথা ঘোষণা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। অর্থাৎ এখন থেকে খেলরত্ন পুরস্কার থেকে নাম মুছতে চলেছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর। কিংবদন্তি ধ্যানচাঁদের পুত্র অশোক কুমার প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।

এ প্রসঙ্গে একটি টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, দেশকে গর্বিত করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এই সময়ে মেজর ধ্যানচাঁদ এর নামে খেলরত্ন পুরস্কার উৎসর্গ করেছেন। এটা অনেক দেশবাসীর দাবি ছিল। তাঁদের আবেগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার থেকে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার প্রদান করা হবে দেশের সফল ক্রীড়াবিদদেরকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে প্রয়াত কিংবদন্তি ধ্যানচাঁদকে ভারতরত্ন পুরস্কার দেবার দাবি উঠেছে বারবার। তাঁর পরিবারের পক্ষ থেকেও এই দাবি করা হয়েছে। যদিও এখনও তা পূরণ হতে দেখা যায়নি। তবে, এই পদক্ষেপ নেওয়ার পর তাকে স্বাগত জানিয়েছেন ধ্যানচাঁদ এর পুত্র অশোক কুমার। এদিকে পদক হাতছাড়া হলেও, দেশের মহিলা হকি দলের প্রয়াসকে সম্মান জানিয়েছেন সকল দেশবাসী।

সেই আবহে খেলরত্ন পুরস্কারের নাম এখন থেকে কিংবদন্তি ধ্যানচাঁদ এর নামে করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, দেশ বাসীর দাবি মেনেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই অনুরোধ করেছেন। মতামত প্রকাশের জন্য তাঁদের সকলকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!