এখন পড়ছেন
হোম > জাতীয় > “এই দেশে কেউ বহিরাগত নয়, আমরা সবাই এই ভারতভূমির সন্তান।” তৃণমূলের বহিরাগত তত্বের মোক্ষম জবাব প্রধানমন্ত্রীর

“এই দেশে কেউ বহিরাগত নয়, আমরা সবাই এই ভারতভূমির সন্তান।” তৃণমূলের বহিরাগত তত্বের মোক্ষম জবাব প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বহিরাগত তত্বে শান দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যতবার আসছেন পশ্চিমবঙ্গে, ততই বিজেপিকে বহিরাগতর দল বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপিকে বারবার বহিরাগতর দল, অবাঙালির দল বলে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। আজ তৃণমূলের বহিরাগত তত্বের মোক্ষম জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী জানান, ভারতে কেউ বহিরাগত নয়, সকলেই এই ভারত ভূমির সন্তান।

তৃণমূলের আমদানিকৃত বহিরাগত তত্বের পাল্টা জবাব হিসেবে কাঁথির জনসভা থেকে প্রধানমন্ত্রী জানালেন যে, রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলায় বহিরাগতদের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা সকলেই হলেন এই ভারতভূমির সন্তান। এই ভারতে কেউ বহিরাগত নয়, কোন ভারতবাসী এখানে বহিরাগত নয়।

এরপর কাঁথির জনসভা থেকে মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ সম্বোধন করে তিনি জানালেন, মুখ্যমন্ত্রীকে তাঁর বারবার বলতে হয়, কারণ তিনি শোনেন না। তাঁর উদ্দেশ্যে তিনি জানালেন, তিনি খেলুন, কিন্তু তাঁরা সেবা করবেন। বিজেপির একটাই মন্ত্র, যা হলো গরিবের বাড়ি, গরীবের সম্মান। তিনি জানালেন, মুখ্যমন্ত্রী একের পর এক মিথ্যা অভিযোগ করছেন। নন্দীগ্রামের মানুষকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের মানুষ মুখ্যমন্ত্রীর অপমানের জবাব দেবেন। বিজেপির স্বপ্ন, সংকল্প হলো সোনার বাংলা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর মুখ্যমন্ত্রীর প্রতি অভিযোগ করে প্রধানমন্ত্রী জানালেন যে, মুখ্যমন্ত্রী কোন হিসেবই দিচ্ছেন না। কেউ হিসেব চাইলে তাঁকে গালি দিচ্ছেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে বোমা, বন্দুক, বিস্ফোরণের শব্দই শুনতে পাওয়া যায়। বিজেপি একমাত্র এই অবস্থার বদল ঘটাতে পারে। পিএম কিষান প্রকল্পের টাকা রাজ্যে আসতে দেননি মুখ্যমন্ত্রী। বাংলার কৃষকদের সঙ্গে তিনি শত্রুতা করেছেন। বিজেপি সরকার গঠিত হলে তিন বছরের বকেয়া টাকা কৃষকদের দেয়া হবে। তিনি অভিযোগ করেছেন, মেদিনীপুরকে নষ্ট করে দিয়েছে সিন্ডিকেট রাজ।

মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী জানালেন যে, মুখ্যমন্ত্রী এখন মেদিনীপুরকে অজুহাত দিচ্ছেন। আমফানের ক্ষতিগ্রস্তদের জবাব দিতে পারেননি তিনি। তিনি অভিযোগ করেছেন, ভাইপো উইন্ডো দিয়ে কাটমানির টাকা ঢুকে গেছে। বাংলা জানতে চায়, গরিবের চাল কে লুঠ করল? আগে দেখা পাওয়া যেত না, এখন সরকার দুয়ারে দুয়ারে ঘুরছে। কিন্তু মুখ্যমন্ত্রীর খেলা ধরা পড়ে গেছে। তৃণমূলের পাপের ঘরা ভরে গেছে।

প্রধানমন্ত্রী জানালেন, বিজেপির একাধিক সদস্যকে শহীদ করা হয়েছে, এর শাস্তি দেবে বিজেপি। তবে, তার আগেই পোলিং বুথে মা-বোন তৃণমূলের কুশাসনকে শাস্তি দেবে। তিনি জানালেন, হলদিয়াকে তছনছ করে দিয়েছে তৃণমূলের সিন্ডিকেট। হলদিয়াকে কমিশন কালচার থেকে বের করে আনার আহ্বান জানালেন তিনি। প্রধানমন্ত্রী জানান, তাঁরা নতুন অর্থব্যবস্থা চান, যেখানে সমস্ত মৎস্যজীবী ভালো থাকবেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকার হলদিয়া পোর্ট বিকাশে বড় যোজনা শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!