এখন পড়ছেন
হোম > জাতীয় > এই দুই মহা ঘটনাই কি আসন্ন বিধানসভা নির্বাচনে ঘটিয়ে দেবে বড়সড় অঘটন? ক্রমশ চড়ছে জল্পনার পারদ

এই দুই মহা ঘটনাই কি আসন্ন বিধানসভা নির্বাচনে ঘটিয়ে দেবে বড়সড় অঘটন? ক্রমশ চড়ছে জল্পনার পারদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত দিন যাচ্ছে ততই বিহার বিধানসভা নির্বাচনের রাজনৈতিক সমীকরণ পাল্টাতে শুরু করেছে। একদিকে রামবিলাস পাসোয়ানের মত নেতার মৃত্যু এবং অন্যদিকে লালুপ্রসাদ যাদবের জামিন, এই দুর্ঘটনা বিহার বিধানসভা নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

একাংশের মতে, এই দুই ঘটনার ফলে বিজেপি এবং নীতীশ কুমারের ভোটব্যাংকে ব্যাপক প্রভাব পড়বে। আর যার সুফল তুলতে পারে বিরোধী মহাজোট। প্রসঙ্গত, প্রথম থেকে রামবিলাস পাসোয়ানের দল এনডিএ জোটে থাকলেও চিরাগ পাসওয়ানের সঙ্গে নীতীশ কুমারের দলের দূরত্ব তৈরি হতে শুরু করে। বিজেপির সঙ্গে জোটে থাকতে চাইলেও, জেডিইউয়ের তীব্র বিরোধিতা শুরু করে লোক জনশক্তি পার্টি।

যার ফলে মাঝে পৃথকভাবে লড়ার কথা জানিয়ে দেয় তারা। আর এমত পরিস্থিতিতে নীতীশ কুমারের ঘোর বিরোধী এই লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান মৃত্যু আগামী বিধানসভা নির্বাচনে তাদের অনেকটাই সুবিধা পাইয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন, এই রামবিলাস পাসোয়ানের মৃত্যুর সহানুভূতিকে কাজে লাগিয়ে যদি বাজিমাত করতে পারে লোক জনশক্তি পার্টি, তাহলে বিজেপি এবং নীতীশ কুমারের দল অনেকটাই চাপে পড়বে। সেদিক থেকে ভোট কাটাকুটির অংকে কংগ্রেস এবং আরজেডি সুবিধা পেয়ে যেতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই সমস্ত অংক যেমন একদিকে রয়েছে, ঠিক তেমনই লালুপ্রসাদ যাদবকে কেন্দ্র করেও বিহারের ভোট রাজনীতিতে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় 1000 কোটি রুপির পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন লালুপ্রসাদ যাদব। কিন্তু জামিন পেলেও তিনি বিহারে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে আদালত।

স্বাভাবিকভাবেই নির্বাচনের মুখে জামিন হলেও, তার বিহারে প্রবেশ না করা নিয়ে কিছুটা হলেও চাপে রয়েছেন এই হেভিওয়েট নেতা। তবে বিহারের মাটিতে পা না রাখতে পারলেও, বাইরে থেকেই সমস্ত ব্যাপার সামলাচ্ছেন তিনি। নির্বাচনী স্ট্র্যাটেজি ঠিক করা থেকে শুরু করে কিভাবে সাফল্য পাওয়া যাবে, তা নিয়ে সমস্ত দিক পর্যবেক্ষণ করছেন এই লালুপ্রসাদ যাদব।

বিহারের মাটিতে পা রাখতে পারলেও লালুপ্রসাদ যাদব যে নিতিশ কুমার এবং বিজেপির অস্বস্তি বাড়িয়ে দিতে বেশকিছু রণনীতি তৈরি করতে শুরু করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। তাই এই দুই সমীকরণের উপর ভিত্তি করে একদিকে লালুপ্রসাদ যাদবের বিহারে না যেতে পারা এবং অন্যদিকে রামবিলাস পাসোয়ানের মৃত্যুতে বিজেপি বিরোধী মহাজোট সাফল্য নিজেদের ঘরে তুলতে পারে বলে দাবি বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, ভোটবাক্স খোলার পর কে শেষ হাসি হাসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!