এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এই হেভিওয়েট বিধায়ক বিজেপিতে যে কোনও সময়? দুই তৃণমূল মন্ত্রী নাকানিচোবানি খেতেই উঠছে প্রশ্ন

এই হেভিওয়েট বিধায়ক বিজেপিতে যে কোনও সময়? দুই তৃণমূল মন্ত্রী নাকানিচোবানি খেতেই উঠছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদিন আগেই তার সঙ্গে তার বাড়িতে এসে দেখা করে গেছেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। প্রায় এক ঘণ্টার বেশি সময় দুজনের মধ্যে গল্প হয়েছে। কিন্তু বিরোধী দলের জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় পেলেও, তার পরেরদিন নিজের দলের নেতা তথা রাজ্যের দুই মন্ত্রী সেই মিহির গোস্বামীর বাড়িতে এলেও তার সঙ্গে দেখা পেলেন না। যার ফলে কোচবিহার জেলা রাজনীতিতে মিহির গোস্বামীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, এদিন কোচবিহারের বৈরাগীর দিঘি সংলগ্ন একটি গলির ভিতরে তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর বাড়িতে এসে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয়কৃষ্ণ বর্মন। কিন্তু আশ্চর্যজনক ভাবে মিহিরবাবুর বাড়িতে সামনে গেটের লেটার বক্সের উপর ঝোলানো ছিল “মিহির গোস্বামী, এমএলএ বাড়িতে নাই।” একদিন আগে তিনি বাড়িতে থেকে বিজেপি সাংসদের সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করলেও, তৃণমূলের দুই মন্ত্রী এসে তার দেখা না পাওয়ায় এখন ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

একাংশের প্রশ্ন, তাহলে কি দলের সঙ্গে ক্রমশ দূরত্ব বৃদ্ধি করছেন মিহির গোস্বামী? আর তাই তৃণমূলের দুই মন্ত্রী তার সঙ্গে কথা বলতে এলেও তার বাড়িতে দেখা পেলেন না? কোথায় গিয়েছেন তিনি? এদিন এই প্রসঙ্গে মিহিরবাবুর স্ত্রী বলেন, “এদিন তিনি অসম থেকে আলিপুরদুয়ার ফিরে এসেছেন। এই পর্যন্ত জানি। কিন্তু তারপর কোথায় গিয়েছেন, তা জানা নেই।” তবে তার গোপনীয়তা নিয়ে যেমন রহস্য তৈরি হয়েছে, ঠিক তেমনই প্রায় 24 ঘণ্টার বেশি সময় ধরে মিহির গোস্বামীর ফোন সুইচ অফ হয়েছে বলে খবর। অনেকে বলছেন, আসলে মিহির বাবু দলকে এখন ধরা দিতে চাইছেন না। ক্রমশ জল্পনার সৃষ্টি করছেন তিনি। আর তাই অন্তরালে থেকে দলের অস্বস্তি আরও বাড়িয়ে দিচ্ছেন তৃণমূলের এই হেভিওয়েট বিধায়ক। তবে অনেকেরই আশঙ্কা, ধীরে ধীরে দলের সঙ্গে এইভাবে দূরত্ব বৃদ্ধি করে বিজেপিতে যাওয়ার রাস্তা পরিষ্কার করছেন মিহির গোস্বামী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, শুক্রবার দুপুরে মিহির গোস্বামীর সাথে তার বাড়িতে দেখা করতে যান কোচবিহার জেলার দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং বিনয়কৃষ্ণ বর্মন। কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারেন যে, মিহির গোস্বামী আলিপুরদুয়ারে বোনের বাড়িতে বিজয়া করতে গেছেন। তার পরে দুই মন্ত্রী সেখানে গেলে তাদের জানিয়ে দেওয়া হয় যে, মিহিরবাবু বর্তমানে তার দিদির সঙ্গে দেখা করতে চলে গেছেন। পরবর্তীতে হতাশ হয়ে দুই মন্ত্রী কোচবিহারে ফিরে আসেন। কিন্তু কোথায় রয়েছেন মিহির গোস্বামী? কেন তার দেখা পাওয়ার বহু চেষ্টা করলেও কার্যত ফিরে আসতে হল রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রীকে?

বিজেপি সাংসদের সঙ্গে দেখা করার সময় পেলেও নিজের দলের দুই নেতা তথা মন্ত্রীর সঙ্গে কেন দূরত্ব অবলম্বন করলেন মিহির গোস্বামী? এদিন এই প্রসঙ্গে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আমরা ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। এর বাইরে এখনই কিছু বলছি না।” অন্যদিকে বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “আমি ব্যক্তিগত কাজে শিলিগুড়িতে আছি। ওর সঙ্গে বিজয়া করা বাকি রয়েছে। দুই একদিনের মধ্যেই বিজয়া করব।” কিন্তু যে যাই বলুন না কেন, যেভাবে তৃণমূল নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি করছেন এই তৃণমূল বিধায়ক, তাতে তার দলবলের জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “মিহিরবাবু তার ব্যক্তিগত কোনো কাজে বাইরে থাকতেই পারেন। এতে ভাবনার কিছু নেই। তিনি আমাদের সঙ্গেই আছেন।” তবে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, পরিস্থিতি যে ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে মিহির গোস্বামীর তাৎপর্যপূর্ণভাবে সবার আড়ালে চলে যাওয়া আগামীদিনে তার বিজেপিতে যোগ দেওয়ার রাস্তা প্রস্তুত করছে কিনা, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!