এখন পড়ছেন
হোম > জাতীয় > এই হেভিওয়েট নেত্রী দলকে বিপদে ফেলে জিততে সাহায্য করছেন বিরোধীদের! সামনে এল বিস্ফোরক অভিযোগ

এই হেভিওয়েট নেত্রী দলকে বিপদে ফেলে জিততে সাহায্য করছেন বিরোধীদের! সামনে এল বিস্ফোরক অভিযোগ

শেষ হয়েছে বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্র ও হরিয়ানায এই দুই বিধানসভায় নির্বাচনের সাথে সাথে দেশের 51 টি আসনে ছিল বিধানসভা উপনির্বাচন। তার মধ্যে রাজস্থানের দুটি বিধানসভা আসনের উপনির্বাচন হলো 21শে অক্টোবর। আর এই দুটি উপ নির্বাচন কেন্দ্রে একটিতে কংগ্রেস ও একটিতে বিজেপির জয় এলো। তবে এই জয় নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে এক বিখ‍্যাত বিজেপি নেত্রীর বিরুদ্ধে। বলা হচ্ছে, ঐ বিজেপি নেত্রী দুটি উপ নির্বাচন কেন্দ্রে কংগ্রেসকে জিততে সাহায্য করেছেন। যে বিজেপি নেত্রীর নাম করা হচ্ছে তিনি হলেন স্বনামধন্য রাজনীতিবিদ বসুন্ধরা রাজে।

বিধানসভা নির্বাচনের সাথে সাথে রাজস্থানের 2 টি বিধানসভায় উপনির্বাচন হলো 21 অক্টোবর। এই উপনির্বাচনে কংগ্রেস জয়লাভ করেছে একটিতে। কিন্তু এই সুযোগে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এনডিএ-তে বিজেপির শরিক রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি আহ্বায়ক হনুমান বেনিওয়াল দাবি করেছেন, খিনসার বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে কংগ্রেসকে সাহায্য করেছেন।

প্রসঙ্গত ঐ আসন থেকে হনুমান বেনিওয়াল এর ভাই নারায়ন বেনিওয়াল দাঁড়িয়েছিলেন এনডিএ জোটের হয়ে। কিন্তু তিনি খুব অল্প ব্যবধানে আসনটিতে যেতেন। আর এরপরই বিজেপি নেত্রী বসুন্ধরা রাজের দিকে অভিযোগের আঙুল ওঠে। বিজেপির সর্বভারতীয় প্রেসিডেন্ট অমিত শাহ ও কার্যকরী প্রেসিডেন্ট জেপি নাড্ডাকে টুইট করে এই অভিযোগ করেন হনুমান বেনিওয়াল।

রাজস্থানের দুটি বিধানসভা আসনের উপনির্বাচন হয় এদিন। দুটি বিধানসভা উপনির্বাচনে একটিতে জয়ী হন কংগ্রেসের রীতা চৌধুরী। অন্যদিকে মান্ডুয়া আসন থেকে কংগ্রেসের হরেন্দ্র মির্ধাকে খুবই অল্প ব্যবধানে হারান নারায়ন বেনিওয়াল‌। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে হনুমান জয়লাভ করেছিলেন নিজে‌। 2019 সালের সাধারণ নির্বাচনে নাগর লোকসভা কেন্দ্র থেকে হনুমান জয়ী হলে বিধানসভা আসনটি খালি হয়ে যায়। সেই আসনটিতে উপনির্বাচন সম্ভাব্য হয়ে পড়ে। আর সেখানে ভাইয়ের সহজেই জয়ের আশা অনুমান করেছিলেন হনুমান। তবে জিতে গেলেও এই জয় যে সহজে আসেনি তা বেশ বুঝতে পেরেছেন হনুমান বেনিওয়াল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বসুন্ধরা রাজের বিরুদ্ধে টুইট করে হনুমান বেনিওয়াল অভিযোগ করেন এই মর্মে যে বসুন্ধরা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন বিজেপি ও আরএলপি জোট প্রার্থীকে হারাতে। এর জন্য হনুমান বেনিওয়াল বসুন্ধরার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানান। পাশাপাশি হনুমানের এদিন আরও অভিযোগ করেন, গত লোকসভা নির্বাচনেও নাগর কেন্দ্রে বিজেপি জোটকে হারাতে বসুন্ধরা রাজে যথেষ্ট চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি।

তবে এবারের বিধানসভা নির্বাচন ও উপনির্বাচন থেকে পরিষ্কার, বিজেপি এই নির্বাচনে জিতলেও আসন সংখ্যার ভিত্তিতে যথেষ্ঠ চিন্তার কারণ আছে তাঁদের। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বিধানসভা নির্বাচন ও উপ নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির শিবিরের যে পিছিয়ে পড়া লক্ষ্য করা যাচ্ছে, তা যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে না হলে অদূর ভবিষ্যতে বিজেপির জন্য বিপদ লুকিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন তাঁরা। আপাতত সমস্ত পরিস্থিতির দিকে নজর রাখছে দেশের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!