এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এই ইস্যুকে সামনে রেখে রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে ময়দানে বিজেপি, ব্যাপক চাপে মমতা সরকার!

এই ইস্যুকে সামনে রেখে রাজ্যজুড়ে তৃণমূলের বিরুদ্ধে ময়দানে বিজেপি, ব্যাপক চাপে মমতা সরকার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর শুধুমাত্র টিভি চ্যানেলে বা নিজেদের দলীয় বৈঠকে প্রতিবাদ করা নয়। এবার সরাসরি রাস্তায় নেমে পড়তে চাইছে রাজ্যের বিরোধীদল ভারতীয় জনতা পার্টি। ভুয়ো ভ্যাকসিনের ঘটনাকে সামনে রেখে এবার প্রতিটি জেলায় প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করেছে গেরুয়া শিবির। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে যখন পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা হয়েছে, ঠিক তখনই পাল্টা রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে ভুয়ো ভ্যাকসিনের ঘটনাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চাপ বাড়িয়ে দেওয়ার কৌশল গেরুয়া শিবির। ইতিমধ্যেই এই ব্যাপারে বিজেপির অন্দরমহলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আর সেই মতো করেই উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, নিজেদের জনপ্রতিনিধিদের রাস্তায় নামিয়ে তৃণমূল সরকারের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে পদ্ম শিবির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন ভুয়ো ভ্যাকসিনের প্রতিবাদে পুরুলিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের বাইরে বিজেপির পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ করা হয়। যেখানে সাংসদ থেকে শুরু করে দলীয় বিধায়ক এবং নেতৃত্বরা উপস্থিত ছিলেন। একইভাবে উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে কোচবিহারেও এই বিক্ষোভ অনুষ্ঠিত করে ভারতীয় জনতা পার্টি। আগামী দিনে রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও একইভাবে বিক্ষোভ দেখানো হবে বলে জানিয়ে দিয়েছে বিজেপি। এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “আমরা একজন ভুয়ো ভ্যাকসিন দাতাকে দেখেছি। তারপরেও বিভিন্ন জায়গায় ভ্যাকসিনেশনের মধ্য দিয়ে দলতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চলছে। মূলত, ভ্যাকসিন দুর্নীতিকে সামনে রেখেই জেলায় জেলায় প্রতিবাদমুখর হয়ে উঠেছে রাজ্য বিজেপি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যে বিরোধী দলের জায়গা পাওয়ার সাথে সাথেই বিধানসভার ভেতরে এবং বাইরে তৃণমূল সরকারের অস্বস্তি বাড়িয়ে দিতে তৎপর হয়ে উঠেছে গেরুয়া শিবির। আইন-শৃঙ্খলা থেকে শুরু করে হিংসার ঘটনার কথা তুলে ধরে প্রতিনিয়ত বিধানসভার অধিবেশনে সরব হচ্ছেন বিজেপি বিধায়করা। আর এই পরিস্থিতিতে রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া ভুয়ো ভ্যাকসিনের ঘটনা যাতে গোটা রাজ্যজুড়ে তুলে ধরে তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে দেওয়া যায়, তার জন্য মহাপরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টি‌। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি যদি রাস্তায় নামে, তাহলে তৃণমূলের চাপ যে ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিজেপির এই লাগাতার প্রতিবাদ কিভাবে সামাল দেয় তৃণমূল কংগ্রেস, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!