এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > এই জেলায় ১১ খানা আসনের মধ্যে পাঁচটা পাবে বিজেপি – বলছেন কংগ্রেস নেতা, জোর শোরগোল !

এই জেলায় ১১ খানা আসনের মধ্যে পাঁচটা পাবে বিজেপি – বলছেন কংগ্রেস নেতা, জোর শোরগোল !


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার বীরভূম জেলায় আরো একটি রাজনৈতিক দলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ হলো। একুশের বিধানসভা নির্বাচন নিয়ে ইতিমধ্যেই টানটান উত্তেজনা বাংলার রাজনৈতিক মহলে। প্রতিটি রাজনৈতিক দল ব্যাপকভাবে নিজেদের সংগঠনকে জোরদার করতে চাইছে। প্রত্যেকেই বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ দখলের লক্ষ্যে উঠেপড়ে লেগেছে। এই অবস্থায় বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ যে বিবৃতি দিয়েছেন, তা নিয়ে এবার বীরভূমের কংগ্রেস শিবিরে ছড়িয়ে পড়ল অশান্তি।

শুক্রবারে কংগ্রেসের অসংগঠিত কর্মী সংগঠনের তরফ থেকে প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জন্মদিন পালন করা হয়। এবং সেই কর্মসূচিতেই দলের একাংশ কর্মী-সমর্থকরা বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদের বিরুদ্ধে সরব হন। সূত্রের খবর, গত 8 নভেম্বর চিনপাইয়ে দলীয় একটি কর্মীসভায় মিল্টন রশিদ দাবি করেছেন, বীরভূমের 11 টি আসনের মধ্যে বিজেপি পাঁচটি পাবে এবং তৃণমূল তিনটি পাবে। আর তারপরেই কংগ্রেস কর্মীদের একাংশ মিল্টন রশিদের বিরুদ্ধে ক্ষেপে ওঠেন।

কংগ্রেসের অসংগঠিত শ্রমিক সংগঠন ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন, মিল্টন রশিদ তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। এ ব্যাপারে শ্রমিক সংগঠন থেকে সরাসরি মিল্টনের নাম ধরে জানিয়ে দেওয়া হয়েছে, মিল্টন রশিদ এবার থেকে যেখানে যাবেন, যে সব জায়গার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, সেখানে তাঁদের কর্মীরা কোনভাবেই অংশ নেবেনা। ইতিমধ্যেই কংগ্রেসের ওই শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিবেকানন্দ শাহ প্রশ্ন তুলেছেন, কংগ্রেস সভাপতি হয়ে কিভাবে মিল্টন রশিদ জোর দিয়ে বিজেপি পাঁচটি আসন পাবে বলে দাবি করলেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এক্ষেত্রে কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙ্গে পড়বে বলে দাবী করা হয়েছে। পাশাপাশি মিল্টন রশিদকে বার্তা দেওয়া হয়েছে, তিনি যদি বিজেপিতে যেতে চান তাহলে স্বচ্ছন্দে যেতে পারেন। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিল্টন রশিদের প্রতিক্রিয়া জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।অন্যদিকে রাজনৈতিক না হলেও মিল্টন রশিদের বিবৃতি নিয়ে শুরু হয়েছে জোরদার সমালোচনা। কংগ্রেস শিবিরেও চলছে তীব্র গুঞ্জন। কেন মিল্টন রশিদ এধরনের মন্তব্য করলেন, তা নিয়ে অবশ্য স্পষ্ট কিছু জানা যায়নি।

তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন মিল্টন রশিদ কংগ্রেসের হয়ে যে দাবি করেছেন, তা গেরুয়া শিবিরে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাস জোগাবে। কিন্তু রাজনৈতিক ময়দানে যে ভোট বাক্সই শেষ কথা বলে- মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তাই মিল্টন রশিদের বক্তব্য অনুযায়ী কে কি আসন পাবে তা যথেষ্ট নয় বলেই দাবী বিশেষজ্ঞদের। তবে মিল্টন রশিদের কথা অনুযায়ী আসন পাওয়া নিয়ে কিন্তু বীরভূমে কংগ্রেস যে সবার পিছনে তা অবশ্য স্পষ্ট। এবং এই নিয়েই বীরভূম কংগ্রেসে চলছে তীব্র বিতর্ক।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!