এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এই কাজ করলে হিতে বিপরীত হতে পারে, রাজ্যকে সতর্ক করে বিস্ফোরক এই হেভিওয়েট!

এই কাজ করলে হিতে বিপরীত হতে পারে, রাজ্যকে সতর্ক করে বিস্ফোরক এই হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-অতীতে জগদীপ ধনকর রাজ্যপাল থাকার সময় বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য সরকারের সঙ্গে তার দ্বৈরথ লক্ষ্য করা যেত। তবে তিনি রাজ্যপাল থেকে বিদায় নেওয়ার পর অবশেষে স্থায়ী রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গে নিযুক্ত করা হলো সিভি আনন্দ বোসকে। যেখানে এই হেভিওয়েট কেন্দ্রীয় সরকারের প্রাক্তন সচিব সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন বলে খবর। শুধু তাই নয়, মোদী সরকারের বর্তমান যে সমস্ত উল্লেখযোগ্য প্রকল্প রয়েছে, তার মধ্যে একাধিক তার মস্তিষ্কপ্রসূত বলে দাবি করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে নয়া রাজ্যপালের সঙ্গে যদি রাজ্য সরকার দ্বন্দ্বে জড়াতে চায়, তাহলে হিতে বিপরীত হতে পারে বলে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই বিষয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “বর্তমানে যিনি রাজ্যপাল হয়ে আসছেন, তিনি অত্যন্ত বিচক্ষণ এবং দক্ষ ব্যক্তি। মোদী সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প তার ভাবনা প্রসূত। কাজেই তার সঙ্গে মিলে যদি রাজ্য সরকার কাজ করতে চায়, তাহলে তা ভালো হবে। কিন্তু যদি ঝগড়া করে, তাহলে হিতে বিপরীত হবে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে রাজ্য সরকারকে কার্যত নয়া রাজ্যপালের সঙ্গে দ্বন্দ্বে না জড়ানোর পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!