এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এই কাজ করলেই তৃণমূল থেকে বহিষ্কার, দলীয় কর্মীদের সতর্কবার্তা হেভিওয়েটের!

এই কাজ করলেই তৃণমূল থেকে বহিষ্কার, দলীয় কর্মীদের সতর্কবার্তা হেভিওয়েটের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের 108 টি পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। ইতিমধ্যেই একাধিক পৌরসভার একাধিক ওয়ার্ডে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গিয়েছেন তৃণমূলের অনেক নেতা-কর্মী। যা যথেষ্ট অস্বস্তির আবহ তৈরি করেছে ঘাসফুল শিবিরের মধ্যে।

আর এই পরিস্থিতিতে নির্দল প্রার্থী হলেই যে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে, সেই বিষয়টি স্পষ্ট করলেন কলকাতা পৌরসভার মেয়র তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে দলীয় শৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে দলের বিরোধিতা করে কেউ নির্দল হিসেবে দাঁড়াতে পারবেন না বলে জানিয়ে দিলেন তিনি। সূত্রের খবর, এদিন মালদায় একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত হন ফিরহাদ হাকিম। সেখানে নির্দল হিসাবে দাঁড়ানো সমস্ত প্রার্থীদের হুঁশিয়ারি দেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী বলেন, নির্দল থেকে দাঁড়ানো তৃণমূল নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে। শুধু তাই নয়, আগামী পাঁচ দিনের মধ্যে তৃণমূলের টিকিট না পেয়ে যারা নির্দল হিসাবে দাঁড়িয়েছেন, তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার সময়সীমা বেঁধে দেন তৃণমূলের এই হেভিওয়েট নেতা।

 

বিশেষজ্ঞরা বলছেন, নির্দল প্রার্থীরা তৃণমূলের ভোট কাটতে পারে। তাই সেই ব্যাপারে সকলকে সতর্ক করে দিয়ে দল বিরোধী কাজ করলেই যে বহিষ্কার করে দেওয়া হবে, তা স্পষ্ট করে দিলেন ফিরহাদ হাকিম। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!