এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “এই অভ্যাসটা বন্ধ করো” ক্ষুব্ধ মমতা ! প্রশাসনিক বৈঠক থেকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর !

“এই অভ্যাসটা বন্ধ করো” ক্ষুব্ধ মমতা ! প্রশাসনিক বৈঠক থেকে ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর !


 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক পর্যালোচনায় বৈঠক করেন সেখানে থেকে মেদিনীপুর নানান সমস্যার ও অভিযোগ তুলে ধরেন আধিকারিকরা । স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে পিডব্লিউডির কাজের গাফিলতি প্রত্যেকের অভিযোগের কথা শুনতে পান রাজ্যের মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের খবর এদিন বৈঠকে থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন  মুখ্যমন্ত্রী সেই সাথে পূর্ত দপ্তরের কাজ নিয়েও পিডব্লিউডির ওপর রূষ্ঠ হয়ে জানান পিডব্লিউডির খাই খুব বেশি কেন ? কিছু করতে চায় না।

প্রসঙ্গ উল্লেখ্য যে ঘাটাল মহকুমার বীরসিংহ গ্রামে দুটি গেট ও একটি কমিউনিটি হলের কাজ এখনো শুরু হয়নি যা দেড় বছর আগে ঘোষণা করা হয়েছিল যে কাজের জন্য জেলাশাসক মুখ্যমন্ত্রীকে জানান ওই কাজের জন্য পিডব্লিউডি ৪০ লক্ষ টাকার ডিপিআর দিয়েছে। সেই টাকা না পাওয়ার জন্যই কাজ আটকে রয়েছে গোটা কাজ করতে গেলে আরো বেশি অর্থের প্রয়োজন।

আর এই ঘটনায় পিডব্লিউডির ওপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী জানান  ”পিডব্লিউডির বড্ড বেশি খাঁই। পিডব্লিউডির এত খাঁই কেন? কোনও কিছু করতে চায় না। করতে গেলেও এমন বাজেট ধরবে যে, বলার না। প্রথমে পাঁচ টাকা ধরবে। তারপর এক বছর পর রিকাস্ট করে বলবে ১৫ টাকা। এই অভ্যাসটা বন্ধ করো। ওদের দিয়ে সব কাজ করানোর দরকার নেই। আমি যেমন কাজ করাই না ! কালীঘাট মোড়ে অতবড় গেট করে দিয়েছি ৫০ লক্ষ টাকায়। এত টাকা তো লাগেনি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!