এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > এই কাজটি না করলে বিধানসভায় আর জিততে হবে না! তৃণমূল নেতাদের জানিয়ে দিলেন খোদ পিকে!

এই কাজটি না করলে বিধানসভায় আর জিততে হবে না! তৃণমূল নেতাদের জানিয়ে দিলেন খোদ পিকে!

2019 এর লোকসভা নির্বাচনের পর রাজ্যের শাসক দল তৃণমূল কোনমতে নিজেদের ঘর বাঁচায়। পরিস্থিতি বিচার করে এবং আগামী দিনের ভবিষ্যতের কথা ভেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট গুরু প্রশান্ত কিশোরের শরণাপন্ন হন। গত মাসে হয়ে যাওয়া উপনির্বাচনে রাজ্যের তিনটি জেলায়- যথাক্রমে খড়গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জে প্রথম পরীক্ষায় পাশ করলেও এবার আগামী দিনের বিধানসভা ভোট ও তার আগে হওয়া পুরভোটের দিকে তাকিয়ে প্রশান্ত কিশোর এবং তৃণমূল সুপ্রিমো এবার দলের অন্যান্য নেতাদের আচরণবিধি বেঁধে দিলেন।

2019 সালের লোকসভা ভোটে তৃণমূল রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছিল। কিন্তু তার কিছুদিন পরেই হয়ে যাওয়া উপনির্বাচনে তৃণমূল ঘুরে দাঁড়াতে সক্ষম হয়। এবার প্রস্তুতি নেবার পালা আগামী 2020 পুরভোটের জন্য এবং তারপরে 2021 এর বিধানসভা ভোটের জন্য। এবার সেই লক্ষ্যে নেমে মানুষের সাথে কিরকম ভাবে কথা বলতে হবে, কি রকম আচরণ করতে হবে, সে ব্যাপারে আলোকপাত করলেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। তিনি পরিষ্কার করে জানিয়ে দেন, তৃণমূল নেতা নেত্রীদের মানুষের সামনে কোনমতেই বিলাস বৈভব দেখানো চলবে না।

বৃহস্পতিবার উত্তর 24 পরগনার নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রশান্ত কিশোর এবং তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রশান্ত কিশোর পরিষ্কার করে জানিয়ে দেন, জনগণের সামনে মা-মাটি-মানুষের দলের নেতা হিসেবে থাকতে গেলে নিজেদের বৈভব বিলাস মানুষের সামনে দেখানো চলবে না। মাটির কাছাকাছি থাকতে হবে। প্রশান্ত কিশোরের সুরে সুর মিলিয়ে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেন, কোন দাদা ধরে কোন লাভ নেই। সাংগঠনিক কাজকর্ম যে সব থেকে ভালোভাবে করবে সেই ভোটে দাঁড়ানোর টিকিট পাবে। 193 জন দলীয় নেতাকে এই বার্তা দেন অভিষেক ও প্রশান্ত কিশোর। স্পষ্ট ভাষায় জানানো হয়, উপ নির্বাচনের ফলে যেন কোনোভাবেই আত্মতুষ্টির না আসে, লড়াই সবে শুরু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন প্রশান্ত কিশোর বলেন, টাকা-পয়সা অলংকার সহ নিজের বিলাস বৈভব দেখালে মানুষ তা ভালোভাবে নেয় না। তাই এ সমস্ত কিছু পরিত্যাগ করে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করে যেতে হবে। নদীয়ার নেতাদের সঙ্গে বৈঠকের পর এদিন উত্তর 24 পরগনা নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেখান থেকেই নেতা-মন্ত্রীদের করা সতর্কবার্তা দেওয়া হয়। সূত্রের খবর, উত্তর 24 পরগনার  নেতা-মন্ত্রীরা প্রশান্ত কিশোরের হাতে যে তালিকা দিয়েছেন, তাও যথেষ্ট গন্ডগোলের। সেখানে ধোপা থেকে শুরু করে বাড়ির পরিচারক সহ অন্যান্যদের নাম দেওয়া হয়েছে। এবিষয়ে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেন প্রশান্ত কিশোর।

এবারের উপনির্বাচন রাজ্যের শাসকদলের কাছে একটা অ্যাসিড টেস্ট হয়ে গেছে। কারণ লোকসভা ভোটে তাঁরা যথেষ্টই পিছিয়ে ছিল। কেন্দ্রীয় শাসক তথা বিজেপির কাছে উপনির্বাচনে জোরদার লড়াইয়ের পর দেখা যায়, তৃণমূল তিনটি আসনে জয়লাভ করেছে। কিন্তু তাতেও চিন্তা যাচ্ছেনা শাসকদলের। কারণ হেরে গেলেও করিমপুর আসনটিতে বিজেপি 4% ভোট বাড়িয়ে নিয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই উপনির্বাচনে হারের ফলে নতুন করে পুরসভা এবং 2021 এর বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি আবার জোরদার প্রস্তুতি নিতে চলেছে। অন্যদিকে, তৃণমূলও প্রশান্ত কিশোরের পরিকল্পনায় ভর দিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। তাই এবার সামনের পুরভোট এবং বিধানসভা নির্বাচনে প্রশান্ত কিশোর তাঁর ম্যাজিক আবার দেখাতে পারেন কিনা সেদিকেই নজর রাখবে রাজনৈতিক পর্যবেক্ষকগণ।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!