এখন পড়ছেন
হোম > রাজ্য > এই মাসের শেষ দিনেই সরছেন রাজীব? তাঁর জায়গায় মমতা ঘনিষ্ঠ কোন আমলা? প্রশ্ন নবান্নের অলিন্দে

এই মাসের শেষ দিনেই সরছেন রাজীব? তাঁর জায়গায় মমতা ঘনিষ্ঠ কোন আমলা? প্রশ্ন নবান্নের অলিন্দে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার অবসরের দিন অতি নিকটে। এই মাসের শেষ দিনেই তাঁর পদ থেকে অবসর নিতে চলেছেন তিনি। রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহার অবসরের পর তাঁর পদের দায়িত্বভার কি নেবেন তা নিয়ে প্রশাসনের অন্দরে নানা প্রশ্ন উঁকিঝুঁকি দিচ্ছে। তবে অনেকেই মনে করছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ই রাজ্যের পরবর্তী মুখ্যসচিব হতে চলেছেন।

প্রসঙ্গত, রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বান্দ্যোপাধ্যায় হলেন ১৯৮৭ এর ব্যাচের আইএএস অফিসার। আলাপন বন্দ্যোপাধ্যায় মহকুমা শাসক, আন্ডার সেক্রেটারি, ও রাজ্যের বিভিন্ন জেলার জেলাশাসক রূপে নিজের চাকুরী জীবন শুরু করেছিলেন। একটা সময় তিনি কলকাতা পুরসভার কমিশনার ছিলেন। এছাড়াও তিনি পুর, পরিবহন, শিল্প, এসএসএমই ইত্যাদি একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করেছেন।সম্প্রতি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব গ্রহনের সঙ্গে সঙ্গে তিনি রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের দায়িত্বও যথাযথভাবে পালন করছেন। ইতিপূর্বে তিনি রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বও গ্রহণ করেছিলেন।

প্রশাসনের কাজে তাঁর বিশেষ দক্ষতা ও যোগ্যতাবলে বহু গুরুতর সমস্যা থেকে তিনি ইতিপূর্বে মুক্ত করেছেন রাজ্যকে। এ কারণেই রাজ্যের আগামী মুখ্যসচিব পদে আহরণের তাঁর একটা বিরাট সম্ভাবনা রয়েছে। অন্যদিকে। আবার রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব পদে সম্প্রতি যতজন আমলা কাজ করেছেন তাদের মধ্যে তিনিই সর্বাধিক বয়জ্যেষ্ঠ। তাঁকে যদি পরবর্তী মুখ্যসচিব করা হয় তবে আগামী ২০২১ সালের মে মাস পর্যন্ত তিনি এই পদে বহাল থাকতে পারবেন। আর করোনা পরিস্থিতির উন্নতি ঘটলে এই সময়ের মধ্যেই রাজ্যের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে মুখ্যসচিব করতে গেলে স্বরাষ্ট্র সচিব হিসেবে অন্য কাউকে বেছে নিতে হবে রাজ্য সরকারের। কিন্তু স্বরাষ্ট্রসচিব কাকে করা হবে? তা নিয়ে বিভিন্ন প্রশ্ন ও জল্পনার শেষ নেই। তবে, অনেকের ধারণা রাজ্যের বর্তমান কৃষি সচিব সুনীল গুপ্তকেই পরবর্তী স্বরাষ্ট্রসচিব রূপে উন্নীত করা হতে পারে। তিনি ১৯৮৭ এর ব্যাচের আইএএস অফিসার। অনেকটা সময় ধরে তিনি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক হিসেবে কাজ করেছিলেন। রাজ্য নির্বনাচন কমিশনের কাজকর্ম, সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের মেলবন্দনের বিষয়ে তাঁর গভীর অভিজ্ঞতা রয়েছে।একারণেই আগামী বিধানসভা নির্বাচনের পূর্বেই তাঁকে এই পদে উন্নীত করার একটা বিরাট সম্ভাবনা রয়েছে।

স্বরাষ্ট্র সচিব পদে রাজ্যের কৃষি সচিব সুনীল গুপ্ত ছাড়াও, রাজ্যের অর্থ সচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর নামও আছে। প্রসঙ্গত অর্থ সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী ১৯৮৮ এর ব্যাচের আইএএস অফিসার। তাঁর সঙ্গে সঙ্গেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সচিব মনোজ পন্থের নামও উঠে এসেছে। যদিও তিনি ১৯৯১ সালের ব্যাচের আইএএস অফিসার। তাই পূর্বদের তুলনায় তিনি অনেকটাই বয়কনিষ্ঠ।

প্রসঙ্গত, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনের সময়েই রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদ থেকে অত্রি ভট্টাচার্যকে অপসারিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। তাই এবারের স্বরাষ্ট্রসচিব মনোনয়নের ব্যাপারে অধিক সতর্কতা অবলম্বন করতে হচ্ছে রাজ্য প্রশাসনকে। তবে শেষ পর্যন্ত কি হতে চলেছে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন মুখ্যমন্ত্রীই। তিনিই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটাবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!