এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এই পরিবারের জন্য একজনকে চাকরির ঘোষণা মুখমন্ত্রীর ! সিলমোহর রাজ্য মন্ত্রিসভায় !

এই পরিবারের জন্য একজনকে চাকরির ঘোষণা মুখমন্ত্রীর ! সিলমোহর রাজ্য মন্ত্রিসভায় !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গতকালই মন্ত্রিসভার বৈঠক সারেন নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উক্ত বৈঠকে থেকে একাধিক  বিষয় নিয়ে নানা আলোচনা হয় মন্ত্রিসভায় ।তবে  ডেউচা-পাঁচামি কয়লা প্রকল্পের কাজের জন্য জমিদাতাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং চাকরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা এদিন নবান্নের বৈঠক থেকে সেই প্রস্তাবে সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা ।

রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই বৈঠক থেকে জানান যে উক্ত প্রকল্পের যে কাজ শুরু হবে সেখানে যে সমস্ত জমিদাতারা জমি দেবেন তাদের পরিবার পিছু একজনকে সিনিয়র বা জুনিয়র কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে।  আর এই চাকরির জন্য জানানো হয়েছে সরকারের তরফ থেকে মোট ৫১০০ টি  নতুন শূন্য পদ তৈরি হয়েছে। সূত্রের খবর বর্তমানে এক হাজার একর জমি রয়েছে রাজ্যের হাতে এই প্রকল্পের কাজের জন্য  তবে এর পরেও যে সমস্ত ব্যাক্তি জমি দিতে চাইবেন তাদের ক্ষতিপূরণ এবং জমির পাট্টা দেবে রাজ্য সরকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ”যাঁরা জমি দিচ্ছেন, তাঁদের পাট্টাও দেব। জমির বদলে জমি দেব। পাট্টা, ক্ষতিপূরণ— সবই দেব।” অর্থাৎ জমিদাতারা শুধুমাত্র জমি দিয়ে শুধুমাত্র পরিবারপিছু একজন চাকরি পাচ্ছেন তা না , জমির পাট্টা পাশাপাশি জমির বদলে জমিও পাবেন  এমনটা জানা জানা যাচ্ছে ।প্রসঙ্গ উল্লেখ্য যে  এ পর্যন্ত 139 জন জমিদাতা উক্ত প্রকল্পের কাজের জন্য জমি দিতে রাজি । তবে এখন দেখার বিষয় জেলা প্রশাসন ও মানুষের সঙ্গে আলোচনার পর আরো জমিদাতা এগিয়ে আসেন কিনা ?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!