এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “এই রাজ্যে প্রত্যেকটা মানুষই প্রতারণার শিকার” ফের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ দিলীপের !

“এই রাজ্যে প্রত্যেকটা মানুষই প্রতারণার শিকার” ফের তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ দিলীপের !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি সিবিআই তদন্ত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপির দিলীপ ঘোষ। যা কার্যত অস্বস্তির বাতাবরণ তৈরি করেছিল গেরুয়া শিবিরের অন্দরে। তবে এবার একের পর এক চিটফান্ডের ঘটনায় যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঘাড়ে দায়িত্ব দেওয়া হচ্ছে, ঠিক তখনই আরও একবার সেই ব্যাপারে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। তবে এবার রাজ্যের ব্যাপক দুর্নীতির দায়িত্ব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপরে পড়ায় সময়ের মধ্যে তদন্ত শেষ করা নিয়ে সংশয় প্রকাশ করলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “দেখুন, গোটা রাজ্য জুড়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। 12 বছর ধরে একের পর এক চিটফান্ডের কবলে পড়েছেন সাধারণ মানুষ। আমার তো মনে হয়, এই রাজ্যে এমন কোনো মানুষ নেই, যিনি প্রতারণার শিকার হননি। মানুষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর ভরসা রাখছেন। তবে এত মামলার চাপ পড়ার কারণে তারা কতটা সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে দ্রুত তদন্ত শেষ করে ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি রাজ্যে একের পর এক চিট ফান্ডের বিষয় প্রকাশ্যে আসায় যেমন সরকারকে কটাক্ষ করলেন, ঠিক তেমনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে আরও জোর দেওয়ার কথা বললেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!