এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদগ্রীব রাজ্যপাল জগদীপ ধনকর, মুখ্যসচিবের সাথে আলোচনায়

এই রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদগ্রীব রাজ্যপাল জগদীপ ধনকর, মুখ্যসচিবের সাথে আলোচনায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একাধারে বাংলা দখলের লড়াই, অন্যদিকে রমরমিয়ে বেড়ে চলেছে অতিমারি করোনা। রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যের পরিস্থিতি সংকটজনক হয়ে উঠেছে আর এই অবস্থায় রাজ্যপাল জগদীপ ধনকর গতকাল টুইট করে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত ঊর্ধ্বমুখী। তার মাঝেই ভোটের কারণে রাজ্য জুড়ে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার, মিটিং-মিছিল। এই অবস্থায় রাজ্য সরকার করোনা পরিস্থিতিতে নিয়ন্ত্রণে কি ব্যবস্থা গ্রহণ করছে, তা জানতে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকর।

টুইট করে রাজ্যপাল জানতে চান মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের কাছে করোনা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট। আজকে সকালেও রাজ্যপালের সঙ্গে বিশেষ কোনো আলোচনা রাজ্য সরকারের পক্ষ থেকে না করায় রাজ্যপাল নতুন করে আবার একটি টুইট করেন। অবশেষে জানা গিয়েছে, নবান্নে জরুরি বৈঠক সেরে রাজভবনে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গিয়ে দীর্ঘ 45 মিনিট বৈঠক করেছেন রাজ্যপালের সঙ্গে। সূত্রের খবর, এই বৈঠকে মুখ্যসচিব রাজ্যপালকে রাজ্যের করোনা মোকাবিলার জন্য গ্রহণ করা যাবতীয় পদক্ষেপের ব্যাখ্যা দিয়েছেন। জানা যাচ্ছে, মুখ্যসচিবের তরফ থেকে করোনা রোগীদের চিকিৎসার জন্য রাজ্যের বেসরকারি এবং সরকারি হাসপাতালের বেডের সংখ্যা বাড়ানো হয়েছে।

পাশাপাশি, ডেডিকেটেড চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা চলছে করোনা আক্রান্তদের জন্য। এই সমস্ত তথ্য রাজ্যপালকে জানানো হয়েছে। অন্যদিকে, বিভিন্ন জনসভা থেকে মুখ্যমন্ত্রী এ রাজ্যে করোনার বাড় বাড়ন্তের জন্য বারংবার কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছেন। এমনকি পর্যাপ্ত টিকা না দেওয়ার জন্য কেন্দ্রকে একহাত নিচ্ছেন তিনি। আর এই একই কথা এদিন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে জানালেন। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। সেকথা মুখ্যসচিব রাজ্যপালকে জানিয়ে তাঁর তরফ থেকেও যাতে কেন্দ্রের সঙ্গে আলোচনা চলে, সেই আবেদন করেছেন।

রাজ্যপালের পক্ষ থেকে অবশ্য কেন্দ্র এবং রাজ্যকে একসাথে কাজ করার আবেদন জানানো হয়েছে। সময়ের সাথে সাথে রাজ্যের করোনা পরিস্থিতি আরও যে বিপর্যয়ের মুখে দাঁড়াতে চলেছে, তা নিয়ে আর কোনো সন্দেহ নেই বিশেষজ্ঞদের। ক্রমাগত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে, যারা টিকা নিয়েছেন তাঁরা নতুন করে আক্রান্ত হচ্ছেন করোনায়। আপাতত পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় রাজ্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করতে চলেছে, সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!